Monta Vangiya Lyrics Song is Sung by Samz Vai And Rap by Js Sajib. Music Composed by Samz Vai And Amar Mon Ta Vangiya Tumi Gela Haraiya Lyrics In Bengali Written by Js Sajib.
Monta Vangiya Song Info
- Song: Amar Monta Vangiya
- Vocal: Samz Vai & Js Sajib
- Lyrics & Tune: Js Sajib
- Music: Samz Vai
- Edit: Lutfor Rahman Emu
Monta Vangiya Song Lyrics In Bengali :
ওরে মন বোবা মন
তুই কেনো ভাবিস ?
যে ভুলে গেছে তোকে,
অভিমান হবে কি
আর নেই তো ভালোবাসা
ডুবে গেছে আঁধারে।
ও.. চাই না এ ভালোবাসা চাই না অবহেলা
দেখতে চাই না তোমার ওই মিছে মায়া,
পুড়ছে হৃদয় আমার যাক না পুড়ে
আমি আর নেই তো আর আমারই মাঝে।
আমার মন টা ভাঙ্গিয়া তুমি গেলা হারাইয়া
আমি সব হারাইলাম তোমার প্রেমের মায়ায় পড়িয়া,
তুমি ফিরাও চাইলা না আমায় ভালোবাসলা না
তুমি তোমার মতো চইলা গেলা আমায় কান্দাইয়া।
RAP:
তোমার চোখের স্বপ্নটা দেখাইছিলা তুমি
এই হাতে হাত রাখিয়া আমায় কইতা ভালোবাসি,
আমি বোকার মতো তোমার কথা নিতাম বিশ্বাস কইরা
আমি বুঝি নাই তোমার ছলনায় গেছি ফান্দে পইড়া,
এতো নাটক জানো আর কতো অভিনয়
এতো সুন্দর কইরা করো সবই সত্যি মনে হয়,
আমি বাঁইচা থাইকাও বুইঝা গেছি মৃত্যু কাকে কয়
মানতে হইবো তুমি সেরা তোমার অভিনয়ের জয়।
আমার মনটা ভাঙ্গিয়া তুমি গেলা হারাইয়া
আমি সব হারাইলাম তোমার প্রেমের মায়ায় পড়িয়া,
তুমি ফিরাও চাইলা না আমায় ভালোবাসলা না
তুমি তোমার মতো চইলা গেলা আমায় কান্দাইয়া।