Chhoya Chhuyi Lyrics Song Is Sung by Armaan Malik And Debanjali B Joshi from Jio Jamai Bengali Movie. Starring: Hiran Chatterjee And Ishani Ghosh. Music Composed by Dev Sen And Choya Chuyi Ei obelay Lyrics In Bengali Written by Rivo. Song Arrangers And Programming by Dev Sen And KD.Presenting the video of Chhoya Chhuyi sung by Armaan Malik & Debanjali B Joshi
Chhoya Chhuyi Lyrics from Jio Jamai :
- Song : Chhoya Chhuyi
- Movie : Jio Jamai
- Singers : Armaan Malik & Debanjali B Joshi
- Music : Dev Sen
- Lyrics : Rivo
- Director : Nehal Dutta
- Producer : Joydeb Mondal
- Production House : Jyoti Production, Kolkata
- Music on : Zee Music Company
- Arrangers/Programmers: Dev Sen & KD
Chhoya Chhuyi Song Lyrics In Bengali :
তোর পায়ে পা মেলায়,
ভেবেছি কত গল্প কবিতায়
ভাসি মেঘেরই দোলায়।তোর সুরে বাঁচে গান
ভেঙে দিলো অভিমান..
ছোঁয়া ছুঁই এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে,
ইচ্ছে ঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন আছে মন তোর পাশে।
মন কে বোঝালো
করে যাচ্ছে খুনসুটি,
বল কে শেখালো
সব গল্পেরা পাচ্ছে ছুটি।
তোর সুরে বাঁচে গান
ভেঙ্গে দিলো অভিমান..
ছোঁয়া ছুঁই এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে,
ইচ্ছে ঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন আছে মন তোর পাশে।
আয় চল হারাবো
কোনো দূরে অচিন পাড়ায় ,
তোর নাম লেখাবো
ডেকে যাবো চুপিশারায়।
তোর সুরে বাঁচে গান
ভেঙ্গে দিলো অভিমান..
ছোঁয়া ছুঁই এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে,
ইচ্ছে ঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন আছে মন তোর পাশে।