Ki Jala Dila Tumi Lyrics Song Is Sung by Imran Mahmudul Featuring: Shaila Sabi. Music Composed by Imran And Ki Jwala Dila Tumi Bondhure Lyrics In Bengali Written by Robiul Islam Jibon.এই গানটি আপনার মোবাইলে সেট করতে পারেন নিচে কোড দেয়া হল: WELCOME TUNE CODE: GP | ROBI | AIRTEL | TELETALK | BANGLA LINK : 9544393
Ki Jala Dila Tumi Lyrics by Imran Mahmudul :
- Song : Ki Jala Dila Tumi
- Singer : Imran Mahmudul
- Lyric : Robiul Islam Jibon
- Tune : Imran Mahmudul
- Music : Imran Mahmudul
- Album : Ki Jala Dila Tumi
- Label : Cd Choice
- Cast : Imran Mahmudul & Shaila Sabi
- Director : Saikat Reza
- Sponsor By #EVALY
Ki Jala Dila Tumi Song Lyrics In Bengali :
ছিলে তুমি এ মনের কত যে আপন
ভেঙ্গে দিলে সব আশা ঝড়েরই মতন,
তুমি জানো না দু’চোখে আমার
নদী বয়ে যায়,
তুমি দেখো না এই বুক টা কাঁপে
তোমারই ব্যথায়।
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
মন তো আমার মানে না,
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
প্রাণ তো আমার বোঝে না।
চলেই যদি যাবে তুমি এতটা আড়ালে
কাছে এসে কেন তবে দু’হাত বাড়ালে,
ছেড়ে গেলে অবেলায়, লাগে বড়ো অসহায়
মরে যাই, মরে যাই আর সহে না রে।
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
মন তো আমার মানে না,
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
প্রাণ তো আমার বোঝে না।
এঁকেছি তোমায় আমি সুখেরই তুলিতে
স্মৃতি গুলো ফিরে আসে, পারিনা ভুলিতে,
ছেড়ে গেলে অবেলায়, লাগে বড়ো অসহায়
মরে যাই, মরে যাই আর সহে না রে।
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
মন তো আমার মানেনা,
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
প্রাণ তো আমার বোঝেনা।
ছিলে তুমি এ মনের কত যে আপন
ভেঙে দিলে সব আশা ঝড়েরই মতন।