Cholo Pakhi Hoi Lyrics-Arman Malik-Palak Muchhal

145
Cholo Pakhi Hoi Lyrics
Cholo Pakhi Hoi Song Is Sung by Arman Malik And Palak Muchhal from Shaan Bengali Movie. Music Composed by Ahmmed Humayun. This Bengali Movie Directed by M Raahim. Cholo Pakhi Hoi Song Lyrics Written by Prosen.
Shaan Bengali Movie Cast : Siam Ahmed, Puja Cherry, Taskeen Rahman, Gulshan Ara Champa,
Aruna Biswash, Hasan Imam, Misha Showdagar, Nader chowdurey, Arman Parvez Murad And Others.
  • Song : Cholo Pakhi Hoi
  • Movie : Shaan
  • Singer : Arman Malik, Palak Muchhal
  • Lyrics : Prosen
  • Music Director : Ahmmed Humayun
  • Directed by : M Raahim

Cholo Pakhi Hoi Song Lyrics In Bengali :

দেখলে তোমাকে মনে হয়
তুমি ছাড়া আর কেউ নয়,
তোমারই আদর দিয়ে মোড়া
আমার এই নাছোড় হৃদয়।
বলো না এমন কেন আমি
কেন রোজ পায় পাগলামি,
কেন হয় এমন আমার ?
চোখ বুজলেই শুধু তুমি।
চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে,
চলো পাখি হই দু’ডানায়
যত দূর উড়ে যাওয়া যায়।।
তুমি যদি পলকে হারাও
যদি আর খবর না দাও,
ধরে নিয়ে আছি এখানেই
এতদিন তার যেখানেই।
তবে কেন মিছিমিছি
চিন্তা আসে..
চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে,
চলো পাখি হই দু’ডানায়
যত দূর উড়ে যাওয়া যায়।।
দাও আজ অস্কার দাও
বদলেতে যা চাইবে চাও,
না না কোনো চাওয়া পাওয়া নেই
শুধু তুমি থাকো পাশে।
রোদে রোদে মেঘে মেঘে
ঘাসে ঘাসে..
ও.. চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে,
চলো পাখি হই দুডানায়
যত দূর উড়ে যাওয়া যায়।।
Previous articleMon Pagla Lyrics-Local-Mahtim Sakib-Rodia
Next articleDUUR THEKE LYRICS- Minar Rahman- Bangla Song