The song is sung by Arijit Singh And Rupankar Bagchi. Featuring: Rituparna Sengupta And Rohit Roy.
- Movie – Mr.s Sen
- Song – Chupi Chupi Raat Jay Re Chole (চুপি চুপি রাত যায়রে চলে)
- Singer – Arijit Singh & Rupankar Bagchi
- Music – Indradeep Dasgupta
Chupi Chupi Raat Jay Re Chole Lyrics In Bengali :
চুপি চুপি রাত যায়রে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না (x2)
তারাদের সাথে তারা গুনি,
শূন্যের বুকে স্বপ্ন বুনি,
ওগো চাঁদ ছেড়ে যেওনা ..
রাতের এ আড়ালে, চোখে ভিজে গেলে
জানবে না কেউ, লজ্জা পেলে
মন মরে ভালবাসা মরে না
গত কাল পিছু ডাকা ছাড়ে না
ওগো চাঁদ ছেড়ে যেওনা ..
ও.. চুপি চুপি রাত যায়রে চলে
কি জানি কি যায় সে বোলে
আজ বুঝি আর ঘুম আসবে না।
হাতের আঙুলে, ঠোঁটে আর গালে
লেগে আছ তুমি, ভুলি কোন ভুলে (x2)
জানি আসবে না ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে,
আসবে না ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে
ওগো চাঁদ ছেড়ে যেওনা।
চুপি চুপি রাত যায়রে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না
তারাদের সাথে তারা গুনি
শূন্যের মাঝে স্বপ্ন বুনি
ওগো চাঁদ ছেড়ে যেওনা।
যেওনা.. যেওনা।