Dadagiri Unlimited Title Track Lyrics Zee Bangla Reality Show. The show premiered in 2009. Dadagiri Title Song Lyrics Sung By Arijit Singh. Dadagiri is a Zee bangla Quiz Show Program, Directed By Subhankar Chottopaddhyay. Hosted by Sourav Ganguly.
Dadagiri Unlimited Title Track Lyrics Season 1 :
দাদাগিরি..
এভারেস্ট ডিঙানো যায় কিনা দেখোনা
দাদাকে তুমি কি চেনো না?
ল্যাটা ব্যাট বল শাসন
লাডকে লেঙ্গে চাল চলন
চালা লড়ে পারবে না।
দাদা কোথায় ?
ভেতর ভেতর ভয় কাটলেই দাদা হয়,
দাদা কোথায় ?
নির্ভয়ে যদি দাঁড়ায় লড়ে যায়, দাদা সবাই।
না পাওয়া না জানা
জ্বলন্ত অঙ্গীকার কে চলো
চালাই জাগি জাগাই, দাদাগিরি।