Dhak Baja Kashor Baja Lyrics: This Beautiful Song Is Sung by Shreya Ghoshal For Durga Puja Special 2016 And Music Composed by Jeet Gannguli T-Series Presents Navratri Durga Puja Special Song In Bengali Music Video Lyrics are Penned by Priyo Chatterjee.
- Singer: Shreya Ghoshal
- Music Composer: Jeet Ganguly
- Lyrics: Priyo Chatterjee
Dhak Baja Kashor Baja Lyrics In Bangla :
ঢাক বাজা কাঁসর বাজা
উলু দে আর শাঁখ বাজা
বছর পরে আবার এল মা যে
পূজো পূজো গন্ধ নিয়ে
নতুন গানের ছন্দ নিয়ে
শারদীয়ায় খুশীতে মন নাচে
এলো এলো এলো এলো মা, দূর্গা মা
আরে এলো এলো এলো মা, দূর্গা মা (x2)
বলো দূর্গা মায় কি, জয়
বলো দূর্গা মায় কি, জয়
আরে বলো দূর্গা মায় কি, জয়।
মা.. তুমি যে মা..
তোমার স্নেহ মায়ার নেই তুলনা
ও.. আজ সপ্তমীতে,
তোমারি আসনে দিলাম এ আল্পনা
নতুন জামা নতুন শাড়ি
ঘরের পূজো বারোয়ারি
সব কিছুতে প্রেম জড়িয়ে আছে।
পূজো পূজো গন্ধ নিয়ে
নতুন গানের ছন্দ নিয়ে
শারদীয়ায় খুশীতে মন নাচে।
এলো এলো এলো মা, দূর্গা মা
আরে এলো এলো এলো মা, দূর্গা মা।
মা.. ও দূর্গা মা..
জানি তোমার নামের কি মহিমা
ও ও আজ অষ্টমীতে
ওই রাঙা চরণে দিলাম অঞ্জলি মা
নবমীতে ভোগ প্রসাদ
দশমীতে মন বিষাদ
বিসর্জনের সময় এলে কাছে।
পূজো পূজো গন্ধ নিয়ে
নতুন গানের ছন্দ নিয়ে
শারদীয়ার খুশিতে মন নাচে
এলো এলো এলো মা,দূর্গা মা
আরে এলো এলো এলো মা,দূর্গা মা
বলো দূর্গা মায় কি, জয়
বলো দূর্গা মায় কি, জয়
আরে বলো দূর্গা মায় কি, জয়।