Dooray Lyrics bengali song is sung by Shreya Ghoshal. Dooray lyrics is a poetic and dreamy expression of longing, escape, and emotional awakening, layered with rich imagery and a soft, melancholic tone.
Dooray Song Details :
- Song: Dooray
- Composed by: Alokananda Dasgupta
- Singer: Shreya Ghoshal
- Lyricist: Rajeshwari Dasgupta Ghose
Dooray Lyrics In Bengali :
ঘুম ঘুম নিঝুম মন কুয়াশায়ে
বইছে ওইযে মেঘের নেশায়
অবাক আয়না
ঘুম ঘুম নিঝুম মন ধোয়াশা
আজ সে বুনছে এ কোন আশা
অবুঝ বায়না
চলো দূরে বহু দূরে
চেনা গানের সুরে সুরে
ভেসে ভেসে যায় যে সময় নিরুদ্দেশে
ভেসেছি আমি তোমার বেশে
ডেকে যায় আলেয়া
ফিরে ফিরে না বলা কথার
ভিড়ে ভীড়ে
ফিরেছে সকাল ধীরে ধীরে
রেখেছে পাহারা
এই মায়াবী ছবি শুদুরে
হাতের ফাঁকে ফাঁকে তুলে যাই,
ভুলে যাই
চলো দূরে বহু দূরে
চেনা গানের সুরে সুরে
যাই হারিয়ে হারিয়ে
দরিয়ায় দরিয়ায় হারিয়ে,
দূরে ভেসে যাই
যাই হারিয়ে হারিয়ে
দরিয়ায় দরিয়ায় হারিয়ে,
ভালোবেসে যাই