Ujaan Lyrics Bengali song sung by Shreya Ghoshal, with lyrics by Srijato climbed up the popularity charts with its dulcet melody that tugs at the heartstrings.
Ujaan Song Details :
- Song: Ujaan Lyrics
- Music Composed & Produced by: Salim Sulaiman
- Singer: Shreya Ghoshal
- Lyrics: Srijato Music
Ujaan Lyrics In Bengali :
স্মৃতি ছুঁয়ে ধুলো রঙ উদাস হয়ে যায়
ও ও… আঁচে রাখা এ মনে ব্যথা সয়ে যায়
নদীর গায়ে মাটির নাম
সুজান থাকে সেই কোন গ্রাম
তাকে ভেবে উজান বয়ে যায়
মনে কি দ্বিধা রেখে গেলে চ’লে
সেই দিন ভরা সাঁঝে
যেতে যেতে দুয়ারে হতে কীভাবে ফিরালে মুখখানি
কি কথা ছিল যে মনে
মনে কি দ্বিধা রেখে গেলে চ’লে
এই আঙিনা থেকে যদি সে দূরে যায়
কেটে যাওয়া সুতোর শরীর জুড়ে যায়
যদি সে না থাকে, তারারা ঢাকে রাত
পেতে রাখা হাতও জোছনায় পুরে যায়
তাকে খুঁজে চলে হাওয়া
দুচোখের এ মরুভূমির বালি খয়ে যায়
স্মৃতি ছুঁয়ে ধুলো রঙ উদাস হয়ে যায়
তুমি সেকি হেসে গেলে অকিঞ্চনে
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি
তুমি আছ দূর ভুবনে
মনে কি দ্বিধা রেখে গেলে চ’লে
আঁচে রাখা এ মনে ব্যথা সয়ে যায়
নদীর গায়ে মাটির নাম
সুজান থাকে সেই কোন গ্রাম
তাকে ভেবে উজান বয়ে যায়
আকাশে উড়ি যে বকপতি
বেদনা আমার তরী সাথি
বাড়ে তোমায় শুধা বাড়ে চাই
বিদায়কালে কি বলো নাই
সেকি রয়ে গেল গো সখি
যূথীর গন্ধ বেদনা-ভী
মনে কি দ্বিধা রেখে গেলে চ’লে
তাকে ভেবে উজান বয়ে যায়
মনে কি দ্বিধা রেখে গেলে চ’লে
ও… তাকে ভেবে উজান বয়ে যায়