Dube Achi Lyrics bengali song is sung by Minar Rahman from Babli bengali movie. Starring Abir Chatterjee and Subhashree Ganguly. Music composed by Indraadip Dasgupta and song written by Subrata Barishwala. Babli bengali film directed by Raj Chakrabarty and written by late Shri Buddhadeb Guha.
Dube Achi Song Details :
Song : Dube Achi
Film : Babli
Singer : Minar Rahman
Lyricist : Subrata Barishwala
Music : Indraadip Dasgupta
Music production : Suvom moitra
Female back up vocals : Srijita Mitra
Mix and master : Subhadeep pan
Director : Raj Chakrabarty
Label : Raj Chakraborty Entertainment
Dube Achi Lyrics In Bengali :
ডুবে আছি সেই আদর সেই ভাবনাতে
আমি বেশ,
তোমাকে ঘিরেই আমার দিনের
শুরু থেকে শেষ। (২)
জড়ালে এ কোন মায়াতে আমায়
পড়ে আছে মন তোমারি পাড়ায়,
তোমার মায়ায় ..
লাগে না এ মন আমার অন্য কোথাও
যাবে না ভুলে আমায় দাও কথা দাও,
ডুবে আছি সেই আদর সেই ভাবনাতেই
আমি বেশ,
তোমাকে ঘিরে আমার দিনের
শুরু থেকে শেষ।
(Instrumental Break)
ডুবেছি ভেসেছি সে ভালোবাসতে ভারি
এ দুজনে,
এঁকেছি কত না ছবি যে আমি তোমারই
মনে মনে।
ঘুমই তো আসেনা এখন রাত-বিরেতে
আর একেলা,
নিজেকে হারিয়ে চেয়েছি তোমাকে পেতে
সারাবেলা।
মিশেছো তুমি আমারই রোজনামচায় ..
জড়ালে এ কোন, মায়াতে আমায়
পড়ে আছে মন, তোমারি পাড়ায়,
তোমার মায়ায় ..
লাগে না এ মন আমার অন্য কোথাও
যাবে না ভুলে আমায় দাও কথা দাও,
ডুবে আছি সেই আদর সেই ভাবনাতেই
আমি বেশ,
তোমাকে ঘিরে আমার দিনের
শুরু থেকে শেষ।