AHARE (আহারে) LYRICS BY MINAR RAHMAN

159
AHARE
  • Ahare Lyrics by Minar Rahman: Ahare Ahare Kothay Pabo tahare Bangla Song Lyrics written by And Sung by Minar Rahman from Life and Fiona Bangla Natok. Video Song Directed by Taneem Rahman Angshu.

  • Natok: Life and Fiona
  • Singer: Minar
  • Lyric, tune & Composition: Minar Rahman
  • Directoin: Taneem Rahman Angshu
  • Label: Agniveena

Ahare Lyrics In Bangla:

আমি কী দেখেছি হায়

একলা পথে দাঁড়িয়ে

সে ছিল দূরে দূরে তাকিয়ে

আহারেআহারে

কোথায় পাবো তাহারে

যে ছিল মনেরও গহীন কোণে

আমি কী দেখেছি হায়

একলা পথে দাঁড়িয়ে

সে ছিল দূরে দূরে তাকিয়ে

আহারেআহারে

কোথায় পাবো তাহারে

যে ছিল মনেরও অচিন কোণে

আকাশেবাতাসে বসন্ত সুবাসে

কোকিলের কুহু ডাকে তারি ছোঁয়া

অলিতেগলিতে ঘরেতে বাহিরে

যেথা যাই ডাকে মোরে তারি ছায়া

আমি কি দেখিনি হায়

বুঝিনিশুনিনি হায়

তাহারও মনেরও আকুলতা

কেনো সে বোঝেনি হায়

শোনেনিজানেনি হায়

আমারও বুকেরও অবুঝ কথা

উড়িয়া উড়িয়াঘুরিয়া ঘুরিয়া

খুঁজিয়া বেড়াই তারে ডানা মেলে

এপারে ওপারেদুয়ারে দুয়ারে

শহরের খোয়াড়ে আঁকা মিছিলে

আমি কি দেখিনি হায়

বুঝিনিশুনিনি হায়

তাহারও মনেরও আকুলতা

কেনো সে বোঝেনি হায়

শোনেনিজানেনি হায়

আমারও বুকেরও অবুঝ কথা

আমি কী দেখেছি হায়

একলা পথে দাঁড়িয়ে

সে ছিল দূরে দূরে তাকিয়ে

আহারেআহারে

কোথায় পাবো তাহারে

যে ছিল মনেরও গহীন ঘরে

Previous articleChol Dotong Pahar Lyrics
Next articleO Priya Tumi Kothay Lyrics – Asif Akbar