Hridoy Barota is a brand new Bengali song from Bengali Drama (Natok) ‘Pothe Holo Deri‘. This song is sung by Minar Rahman. Music composed by Sajid Sarker & lyrics written by Shomeshwar Oli. Starring – Ziaul Faruq Apurba & Tanjim Saiara Totini.
Song Details
Song | Hridoy Barota |
Singer | Minar Rahman |
Tune and Composer | Sajid Sarker |
Drama | Pothe Holo Deri |
Lyrics | Shomeshwar Oli |
Hridoy Barota Lyrics In Bengali
অনেক কথাই হয়নি বলা
হলোনা একই পথে চলা,
বোঝাতে পারিনা এই ব্যাকুলতা
শুনতে কি পাওনা হৃদয় বারোতা?
মনে থাকবে কি আমি কে ছিলাম?
মুছে ফেলবে কি আমার নাম?
অনেক স্মৃতির ছোট গল্প হয়ে
থাকবো আমি, রেখো হৃদয়ে,
অনেক প্রেমের যাতনা সয়ে
রাখবো আমি, থেকো হৃদয়ে।
এ কি পিছুটান
ফিরতে গেলে হয় অভিমান,
শূন্য হৃদয়, শূন্য মন
এই বিষাদের শেষ কোথায় কখন।
সারাজীবন ক্ষয়ে ক্ষয়ে
তোমার দিকে যাবো বয়ে বয়ে।
অনেক স্মৃতির ছোট গল্প হয়ে
থাকবো আমি, রেখো হৃদয়ে,
অনেক প্রেমের যাতনা সয়ে
রাখবো আমি, থেকো হৃদয়ে।
অনেক কথাই হয়নি বলা
হলোনা একই পথে চলা,
বোঝাতে পারিনা এই ব্যাকুলতা
শুনতে কি পাওনা হৃদয় বারোতা?
মনে থাকবে কি আমি কে ছিলাম?
মুছে ফেলবে কি আমার নাম?
অনেক স্মৃতির ছোট গল্প হয়ে
থাকবো আমি, রেখো হৃদয়ে,
অনেক প্রেমের যাতনা সয়ে
রাখবো আমি, থেকো হৃদয়ে।
এ কি পিছুটান
ফিরতে গেলে হয় অভিমান,
শূন্য হৃদয়, শূন্য মন
এই বিষাদের শেষ কোথায় কখন।
সারাজীবন ক্ষয়ে ক্ষয়ে
তোমার দিকে যাবো বয়ে বয়ে।
অনেক স্মৃতির ছোট গল্প হয়ে
থাকবো আমি, রেখো হৃদয়ে,
অনেক প্রেমের যাতনা সয়ে
রাখবো আমি, থেকো হৃদয়ে।