Dugga Ma Song Is Sung by Arijit Singh from Bolo Dugga Maiki Bengali Movie. Starring: Ankush Hazra and Nusrat Jahan. Music composed by Arindom. Durga Maa Song Lyrics written by Priyo Chattopadhyay, Raja Chanda & Prasen. This is a Durga Puja Special Bengali Song.
- Song : Dugga Ma
- Movie : Bolo Dugga Maiki
- Singer : Arijit Singh
- Music : Arindom
- Lyrics : Priyo Chattopadhyay, Raja Chanda & Prasen
- Director : Raj Chakraborty
- Production : SVF Entertainment Pvt. Ltd
- Music Label : SVF Music
Dugga Ma Song Lyrics In Bengali :
ঢাকে যেই পড়লো কাঠি
জমজমাটি আসরে,
হৈ চৈ মনটা নাচে
ঘন্টা তালে কাঁসরে।
ঢাকে যেই পড়লো কাঠি
জমজমাটি আসরে,
এলো মা দুগ্গা ঠাকুর,
আবার পুজোর আসরে।
আজ সিন দারুন রে,
কর না বারণ রে,
খুশির ঝলক, দেখো সবার মনে।
ডান্সিং দারুন রে, খুঁজো না কারন রে
নাচবো সবাই মিলে তোমার গানে..
মা গো দুগ্গা মা, একটু দেখো মা,
বলো জয় দুগ্গা মা,
আমাদের সঙ্গে থেকো মা।
দুম দুম দুম দুমা দুম আকাশ কুসুম
ইচ্ছের ফাটলো বুঝি অ্যাটম বোম,
লেগে পড়ি বারোয়ারী এ হুল্লোড়ে,
মনের আজ মাইনে বেশি মাথার কম।
আজ সিন দারুন রে,
করো না বারণ রে,
খুশির ঝলক, দেখো সবার মনে।
ডান্সিং দারুন রে, খুঁজো না কারন রে
নাচবো সবাই মিলে তোমার গানে ..
মা গো দুগ্গা মা, একটু দেখো মা,
বলো জয় দুগ্গা মা,
আমাদের সঙ্গে থেকো মা।