Dushtu Kokil Lyrics bengali song is sung by Kona and Akassh from Toofan bengali movie. Starring Shakib Khan, Mimi Chakraborty, Chanchal Chowdhury and many more. Dustu kokil dake re Song written by and music composed by Akassh Sen. Programming by Bob SN and Recorded By Selim Reza and Rabi Majee. Toofan bengali film directed by Raihan Rafi
Dushtu Kokil Song Details :
- Song : Dushtu Kokil
- Film : Toofan
- Singer : Kona and Akassh
- Composer and Lyricist : Akassh Sen
- Programming : Bob SN
- Director : Raihan Rafi
- DOP : Tashin Rahman
- Production Design : Shihab Nurun Nabi
- Label : Chorki And SVF
Dushtu Kokil Lyrics In Bengali :
ফাগুন মাসে কাঁচা বাঁশে
গুনগুনিয়ে ভ্রমর আসে,
হায় ফাগুন মাসে কাঁচা বাঁশে
গুনগুনিয়ে ভ্রমর আসে,
প্রেমের লাগে বুকটা করে আ আ উ
দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজে রে কুকু কুকু, কুকু কুকু।
চোখে চোখে কথা বলো
মুখে কিছুই বলো না,
ভালোবাসার নামে কেন
করো শুধুই ছলনা।
হ্যাঁ, চোখে চোখে কথা বলো
মুখে কিছুই বলো না,
ভালোবাসার নামে কেন
করো শুধুই ছলনা।
থাকলে তুমি আশেপাশে
মনে আমার আবেগ আসে,
প্রেমের লাগে বুকটা করে আ আ উ
দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজে রে কুকু কুকু, কুকু কুকু।
নদীর বুকে চর, আমি কি তোর পর
আকাশ ভরা চাঁদের আলোয়
বাঁধবো সুখের ঘর। (২)
ধিকি ধিকি জ্বলে আগুন
জলের ছিটায় নেভে না,
খোলা আছে মনের দুয়ার
বাইরে তুমি থেকো না। (২)
পথ চেয়ে আছি বসে
কখন তুমি আসবে পাশে,
প্রেমের লাগে বুকটা করে আ আ উ
দুষ্টু কোকিল ডাকেরে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজেরে কুকু কুকু, কুকু কুকু।
ফাগুন মাসে কাঁচা বাঁশে
গুনগুনিয়ে ভ্রমর আসে,
হায় ফাগুন মাসে কাঁচা বাঁশে
গুনগুনিয়ে ভ্রমর আসে,
প্রেমের লাগে বুকটা করে আ আ উ
দুষ্টু কোকিল ডাকেরে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজে রে কুকু কুকু, কুকু কুকু।