Pheshey Jaai Lyrics – Habib Wahid – Toofan

44
Pheshey Jaai Lyrics

Pheshey Jaai Lyrics bengali song is sung by Habib Wahid from Toofan bengali movie. Ami fese jai song written by Tonmoy Pervez. Starring Shakib Khan and Masuma Rahman Nabila. Music Arranged anad composed by Arafat Mohsin. Mixing and mastering by Arafat Kirty. Toofan bengali film directed by Raihan Rafi.

Pheshey Jaai Song Details :

  • Song : Pheshey Jaai
  • Film : Toofan
  • Singer : Habib Wahid
  • Lyricist : Tonmoy Pervez
  • Tune and Composer : Arafat Mohsin
  • Recording Studio : Studio 58 Production
  • Director : Raihan Rafi
  • DOP : Tashin Rahman
  • Production Design : Shihab Nurun Nabi
  • Label : Chorki And SVF

Pheshey Jaai Lyrics by Habib Wahid :

আমার কল্পনায় জলছায়ারা ডুব খায়
পিছে ফিরে দেখো না হাঁটছি গুটিসুটি পায়,
মেঘের টালবাহানায় তোমায় একটা গান শোনাই
নিঃশ্বাসের ওই উষ্ণতায় খুব কাছে কি করে যাই।

তোমার পলক পলকে যদি আটকে পড়ে
আনমনে ঠোঁটের কোনে হাসি কড়া নাড়ে ..

আমি ফেঁসে যাই, তোমার উড়া চুলে
তুমি হাসলে ওই গালে আমি ফেঁসে যাই,
ও আমি ফেঁসে যাই, তোমার চোখের জলে
চুয়ে পড়া কাজলে আমি ফেঁসে যাই।

আঙুলে আঙুল যখন ভুলে ছুঁয়ে পড়ে
গভীর বুকে কেন ঝড় বয়ে চলে,
ও.. আঙুলে আঙুল যখন ভুলে ছুঁয়ে পড়ে
গভীর বুকে কেন ঝড় বয়ে চলে,
কিছুই তো বুঝিনি, মায়া তো খুঁজিনি
না কোনো সময় যেয়ো না এখনই।

তোমার পলক পলকে যদি আটকে পড়ে
আনমনে ঠোঁটের কোনে হাসি কড়া নাড়ে ..

আমি ফেঁসে যাই, তোমার উড়া চুলে
তুমি হাসলে ওই গালে আমি ফেঁসে যাই,
ও আমি ফেঁসে যাই, তোমার চোখের জলে
চুয়ে পড়া কাজলে আমি ফেঁসে যাই।

ফেঁসে গেলে বলো কি আসে যায়
মায়াজালে টেনো না আমায়,
ভীষণ ভয় করে যে আমার
বৃষ্টি রাতে মেঘেরাও রেগে যায়,
আমার কাজল যদি জলে ভিজে যায়
আঙুলে মুছে দেবে কি আমায়।

Previous articleDushtu Kokil Lyrics – দুষ্টু কোকিল – Toofan – Shakib Khan
Next articleShuvo Jonmodin Lyrics – Shironamhin