E Ek Onno Premer Gan Lyrics from Ki Hobe Bengali Album The song is sung by Nachiketa Chakraborty Jodi Valobasho Kono Ekjon Ke Ek Onno Premer Gaan Song Lyrics written by Nochiketa.
- Song Name: Anya Premer Gaan
- Singer: Nachiketa Chakraborty
- Album: Ki Hobe (1995)
E Ek Onno Premer Gan Lyrics In Bengali :
যদি ভালোবাসো কোন একজনকে
তবে নিশ্চয়ই বলো I Love You
যদি ভালোবাস একাধিক জনকে
তবে দ্বিধাহীন হয়ে থাকো নিজেকে ঠকিও নাকো
চিৎকার করে বলো বার বার
I Love You, I Love You, I Love You
এ এক অন্য প্রেমের গান
এ এক অন্য প্রেমের সুর,
এ এক অন্য প্রেমের গান,
এ এক অন্য প্রেমের সুর।
না শুনলে শুনো নাকো, না মানলে মেন নাকো
না মানার আছে অধিকার।
যদি ভালোবাস কোন একজনকে
তবে নিশ্চয়ই বলো I Love You
যদি ভালোবাস একাধিক জনকে
তবে দ্বিধাহীন হয়ে থাক নিজেকে ঠকিও নাক
চিৎকার করে বলো বার বার
I Love You, I Love You, I Love You
এ এক অন্য প্রেমের গান
এ এক অন্য প্রেমের সুর,
এ এক অন্য প্রেমের গান
এ এক অন্য প্রেমের সুর।
সংকীর্ন মনের মানুষ যারা,
তারাই তো ভালবাসে একবার
যার মন বড় যত দেখে ভাল অবিরিত,
তারাই তো ভালবাসে বারবার (x2)
যদি ভালোবাস শুধু একজনকেই
তবে নিশ্চয়ই বলো I Hate You (x2)
ভালবাসা কোন পেসমেকার নয়,
কোন এক বুকে নেবেই যা আশ্রয়
ভালোবাসা তো মুক্ত হাওয়া বহু মনে খুজে পাওয়া
নানা রাগে কোমল গান তার
I Love You, I Love You, I Love You
এ এক অন্য প্রেমের গান
এ এক অন্য প্রেমের সুর,
এ এক অন্য প্রেমের গান
এ এক অন্য প্রেমের সুর।
আমার নেই কোন শাসন,
ভালবাসি যখন তখন (x2)
কারো চোখ ভাললাগে কারো মুখ ভাললাগে,
কারো বা চরিত্রের গঠন।
আমার নেই কোন শাসন,
ভালবাসি যখন তখন
কারো চোখ ভাললাগে কারো মুখ ভাললাগে,
কারো বা চরিত্রের গঠন
ভালোবাসবো যখন আমি তোমাকে
বলব বলবই I Love You,
ভালোবাসবো যখন আমি তোমাকে
বলব বলবই I Love You
ভালোবাসব যখন আমি আমাকে
বলবো এ মনটাকে দৃষ্টিশক্তিটাকে,
নানা মনে মিশে যা বারবার
I Love You, I Love You, I Love You
এ এক অন্য প্রেমের গান
এ এক অন্য প্রেমের সুর,
এ এক অন্য প্রেমের গান
এ এক অন্য প্রেমের সুর।