“Jibito Bibahito Lyrics জীবিত বিবাহিত” Bengali Song Is Sung by Nachiketa Chakraborty. Jibito Bibahito Song Lyrics Written by And Music Composed by Nachiketa Chakraborty from Briddhashram Bengali Album.
Jibito Bibahito Song Credits :
- Song : Jibito Bibahito | জীবিত বিবাহিত
- Vocal, Music And Lyrics : Nachiketa Chakraborty
- Album Name : Briddhashram
- Label : Saregama India Ltd
Jibito Bibahito Lyrics In Bengali :
জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার, জীবিত বিবাহিত,
জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত।
পুরুষ মানুষ বেঁচে থাকে
পুরুষ মানুষ বেঁচে থাকে,
বিয়ে করার আগে গো..
বিবাহিত মানে,
বিবাহিত মানে প্রকারন্তরেতে মৃত
পুরুষ মানুষ দু’প্রকার, জীবিত বিবাহিত,
ও.. জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার, জীবিত বিবাহিত।
জীবিত আছেন তারা, হয়নি যাদের বিয়ে
মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে গিয়ে,
গৃহপালিত স্বামীরা মন দিয়ে অনুধাবন করুন
জীবিত আছেন তারা, হয়নি যাদের বিয়ে
মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে গিয়ে,
কত সুখে আছেন ওরা লাগিয়ে গায়ে হাওয়া
হয়নি দিল্লীর এই লাড্ডু যাদের খাওয়া,
যিনি দাঁড়িয়ে ছাদনা তলায়
পরেছেন মালা গলায়,
দাঁড়িয়ে ছাদনা তলায় পরেছেন মালা গলায়,
সে মালা বকলেস, তিনি সারমেয়র মতো
একথা বুঝবেন –
একথা বুঝবেন, যিনি আছেন আমার মতো,
পুরুষ মানুষ দু’প্রকার, জীবিত বিবাহিত
বল হে, জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার, জীবিত বিবাহিত।
ভালোবাসা সুখের ঘর কতো প্রলোভন
আসলে কানার নাম পদ্মলোচন,
পীড়িত পতির দল
আপনারা আমার সাথে একমত তো?
ভালোবাসা সুখের ঘর কতো প্রলোভন
আসলে কানার নাম পদ্মলোচন,
ভুলোনা শুনে বিয়ের সানাই বাদন
বিয়ে হলো বলির আগের ছোট্ট আয়োজন,
যিনি বিয়ে করে বলেন সুখী
স্ত্রী আমার চন্দ্রমুখী,
বিয়ে করে বলেন সুখী স্ত্রী আমার চন্দ্রমুখী,
সেকথা আমার কানে শোনায় গুলের মতো
একথা বুঝবেন
একথা বুঝবেন যিনি আছেন আমার মত
পুরুষ মানুষ দু’প্রকার জীবিত বিবাহিত
গাও হে, জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার জীবিত বিবাহিত।
ও.. জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার, জীবিত বিবাহিত,
পুরুষ মানুষ বেঁচে থাকে
পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো
বিবাহিত মানে
বিবাহিত মানে প্রকারন্তরেতে মৃত
পুরুষ মানুষ দু’প্রকার জীবিত বিবাহিত
জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার জীবিত বিবাহিত,
জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার জীবিত বিবাহিত।
Jibito Bibahito Lyrics In English :
Jonota jonardor shune hoben boro prito
Purush manush duprokar jibito bibahito
Purush manush benche thake biye korar agey go
Bibahito maane prokarontorete mrito
Purus manush duprokar jibita bibahita
Jibito achen tara hoyni jader biye
Majhe majhe bhabi thaki oder kache giye
Koto sukhe achen ora lagiye gaaye hawa
Hoyni dilhir er laddu jader khawa
Jini dariye chadna tolay porechen mala golay
Se mala buckles tini saromeyor moto
Ekotha bujhbe jini achen amar moto
Purush manush du prokar jibito bibahito
বৃদ্ধাশ্রম অ্যালবাম এর গান ‘জীবিত বিবাহিত‘ গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গানটির সুর দিয়েছেন এবং পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত গানের লিরিক্স লিখেছেন নচিকেতা চক্রবর্তী।