BRIDDHASHRAM – Lyrics By Nachiketa Chakraborty

BRIDDHASHRAM Lyrics – Lyrics By Nachiketa Chakraborty Song Name: Briddhashrom  Singer: Nachiketa Chakraborty Label: Saregama Briddhashram Lyrics In Bengali : ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার (x2) নানান রকম জিনিস আর আসবাব দামী দামী সবচে কম দামী ছিলাম একমাত্র আমি। ছেলের আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ও সব নাকি বেশ পুরনো ফ্লাটে রাখা যায় না (x2) ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হল তাড়াতাড়ি ছেড়ে দিলো কাকে খেল পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর আলসেসিয়ান জায়গা বড়ই কম …

Read More

Rajashri Tomar Jonno Lyrics – By Nachiketa Chakraborty

Song Name: Rajashree Tomar Jonno  Singer – Nachiketa Chakraborty Album Name – Amiee Pari (1998) Rajarshi Tomar Jonno Lyrics In Bengali : রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায় (x3) বাড়লো সিগারেটের দাম, তছরুপের দায় সুখরাম, বাড়লো সিগারেটের দাম, তছরুপের দায় সুখরাম, আহা! রাজশ্রী তোমার জন্য ওঠে সূর্য, চাঁদডুবে যায়। রাজশ্রী, রাজশ্রী, ও রাজশ্রী তোমার জন্য রাজশ্রী, রাজশ্রী, রাজশ্রী তোমার জন্য.. ওঠে সূর্য, চাঁদ ডুবে যায়। …

Read More