E Jibon Keno Eto Rong Bodlai Lyrics from Swami Keno Asami bengali Movie The Song is sung by Kumar Sanu Starring: Rituparna Sengupta, Chunkey Pandey, jashim, Ahmed Sarif and Anawara Music composed by Bappi Lahiri E Jibon Keno Eto Rong Bodlay Song Lyrics written by Gazi Majharul Anwar.
- Movie: Swami Keno Asami (1997)
- Singer: Kumar Sanu
- Music Director: Bappi Lahiri
- Lyrics: Gazi Majharul Anwar
- Director: Monwar Khokon
E Jibon Keno Eto Rong Bodlai Lyrics In Bangla :
এ জীবন কেন এত রং বদলায়
কখনো কালোমেঘ,
কখনো ঝড়োবেগ
কখনো প্রেমের আবেগ এসে
নিজেকে.. জড়ায় (x2)
এ জীবন কেন এত রং বদলায়
যা দেখি মনে ধরে রাখি
যা দেখিনা পথ চেয়ে থাকি (x2)
যতই সুখ চাই ততই ব্যথা পাই,
জানিনা জীবন গিয়ে কোথায় দাঁড়ায়
এ জীবন কেন এত রং বদলায়
এ জীবন কেন এত রং বদলায়
স্মৃতিরা কেন পিছু ডাকে
না পাওয়ারই ব্যথা ছবি আঁকে (x2)
যতই ফিরে চাই, কোথাও কিছু নাই
ফেলে আসা দিনগুলো আমারে কাঁদায়
এ জীবন কেন এত রং বদলায়
কখনো কালোমেঘ,
কখনো ঝড়োবেগ
কখনো প্রেমের আবেগ এসে
নিজেকে… জড়ায়
এ জীবন কেন এত রং বদলায়
এ জীবন কেন এত রং বদলায়