Ei Je Akash Song Is Sung by Kumar Sanu And Mohammed Aziz from Pranami Tomay Bengali Movie. Music Composed by Bapi Lahiri And Ei Je Akash Ar Ei Je Mati Bengali Song Lyrics written by Pulak Bandhyapadhya. Starring: Prosenjit Chatterjee, Reshma Singh, Arjun Chakraborty And Others. This Is A Maha Shivratri And Shib Chaturdashi Special Bengali Song.
- Song : Ei Je Akash
- Movie : Pronomi Tomay
- Singer : Kumar Sanu And Mohammed Aziz
- Music : Bapi Lahiri
- Lyrics : Pulak Bandhyapadhya
- Director : Prabhat Roy
- Label : Angel Digital
Ei Je Akash Lyrics In Bengali :
এই যে আকাশ আর এই যে মাটি
সবই যে তোমার দেওয়া দান
তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই
গায় গো তোমারি জয় গান।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
বিপদে আপদে তাই দলে দোলে
তোমার চরণ ছুঁতে মানুষ চলে
তোমার স্মরণ নিলে দুঃখী আর দুখ
হাসি মুখে জানি তুমি করে দেবে ত্রাণ।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
শপথের জল নিয়ে চলেছি যে তাই
তোমার মাথায় তাকে ছড়াতে যে চাই
আসুক যতই কেন প্রলয় বাধা
মেটাও মনের আশা ওগো ভগবান।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
তুমি শেখালে নাথ পিতা স্বর্গ
পিতারই কারনে নিয়ে চলি অর্ঘ্য
পরম পিতার কাছে এতো নিবেদন
বিফল করোনা ওগো করোনা নিদান।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
বাঁচিয়েছো কত তুমি অকাল মরণ
আমার মানদ শুধু একটি জীবন
কত পাপী কত তাপি হলো উদ্ধার
বাঁচাও একটি ভালো মানুষের প্রাণ।
এই যে আকাশ আর এই যে মাটি
সবই যে তোমার দেওয়া দান
তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই
গায় গো তোমারি জয় গান।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।