Ei Sohore Janaki Nei Lyrics by Minar is This is new Natok song by Misu Sabbir. Nei Song Is Sung by Minar Rahman. Starring: Mishu Sabbir And Tasnia Farin, Samim. Music Composed by Musfiq Litu. Ei Shohore Jonaki Nei Lyrics Written by Mehedi Hasan Limon.
Nei Lyrics by Minar Rahman :
Song : Nei
Singer : Minar Rahman
Music : Musfiq Litu
Lyrics : Mehedi Hasan Limon
Tune : Nazir Mahamud
Direction : Mahamadul Hasan
Story : Mezbah Uddin Sumon
Dop : Michil Saha
Production : Film Tech
Produced and Distributed by : Central Music and Video [CMV]
Nei Natok Song 2020 Lyrics In Bengali by Minar :
এই শহরে জোনাকি নেই
সন্ধ্যে হয় হলুদ নিয়নে,
এই আঁধারে আলো নেই
ভুলের চিঠি আসে পিওনে।
কিছু স্মৃতি আজও আপন
কিছু ব্যাথা খুবই গোপন,
কিছু ছবি থাকে নিরালে
কিছু কথা কাঁদে আড়ালে,
কিছু কথা কাঁদে আড়ালে।
অবাক চোখের অবাক জলে
নীরব কষ্ট গুলো ঝরে,
তুমি আমি এক মলাটে
তবু আছি অনেক দূরে।
কিছু স্মৃতি আজও আপন
কিছু ব্যাথা খুবই গোপন,
কিছু ছবি থাকে নিরালে
কিছু কথা কাঁদে আড়ালে,
কিছু কথা কাঁদে আড়ালে।
সময়ের ঋণ বাড়ছে দিন দিন
ভুলে গেলে সব পিছুটান,
দ্বিধার আগুনে অভিমান
তুমি আমি এটাই ব্যবধান।
কিছু স্মৃতি আজও আপন
কিছু ব্যাথা খুবই গোপন,
কিছু ছবি থাকে নিরালে
কিছু কথা কাঁদে আড়ালে,
কিছু কথা কাঁদে আড়ালে।