Pa Ma Ga Re Sa Song Is Sung by Lata Mangeshkar. Music Composed by Salil Chowdhury And Bengali Song Lyrics Written by Salil Chowdhury.
- Song Name : Pa Ma Ga Re Sa
- Singer : Lata Mangeshkar
- Music : Salil Chowdhury
- Lyricist : Salil Chowdhury
- Music Label : Saregama Bengali
Pa Ma Ga Re Sa Song Lyrics In Bengali :
পা মা গা রে সা।
পা মা গা রে সা
তার চোখের জটিল ভাষা,
ধা, ধা পা মা গা রে
পড়ে পড়ে বোঝার আশা,
সা, মা পা ধানি সা
সা জানি শুধুই দুরাশা।
পা, পা মা গা রে সা
তার চোখের জটিল ভাষা,
ধা, ধা পা মা গা রে
পড়ে পড়ে বোঝার আশা,
সা, মা পা ধা নি সা
সা জানি শুধুই দুরাশা।
রে সা নি ধা নি মা পা ধা
জানি মিছেই তারে সাধা,
রে সা নি ধা নি মা পা ধা
জানি মিছেই তারে সাধা,
কি চলন চলে, কি বলন বলে
সব যে তারি কুয়াশা।
পা, পা মা গা রে সা
তার চোখের জটিল ভাষা,
ধা, ধা পা মা গা রে
পড়ে পড়ে বোঝার আশা,
সা, মা পা ধা নি সা
সা জানি শুধুই দুরাশা।
ধা নি সা নি সা রে সা রে গা
বলে জীবন ভরে শুধু গা,
ধা নি সা নি সা রে সা রে গা
বলে জীবন ভরে শুধু গা,
কি যে গাহি, হায় শুধু বেদনার
সুর-সাধনার এ কি যাতনা।
তাই ভাবি,
সা রে গা মা পা সা
পা গা সা তান তুলে,
মা পা ধা নি সা মা
সা ধা মা গান ভুলে,
তার চোখেতে আর চাবো না,
আর গাবো না।
সা সা ধা মা নি নি পা গা
মা মা গা রে সা।
তাই ভাবি,
সা রে গা মা পা সা
পা গা সা তান তুলে,
মা পা ধা নি সা মা
সা ধা মা গান ভুলে,
তার চোখেতে আর চাবো না,
আর গাবো না।
সা সা ধা মা নি নি পা গা
মা মা গা রে সা।
পা মা গা রে সা
তার চোখের জটিল ভাষা,
ধা, ধা পা মা গা রে
পড়ে পড়ে বোঝার আশা,
সা, মা পা ধা নি সা
সা জানি শুধুই দুরাশা।
পা, পা মা গা রে সা
তার চোখের জটিল ভাষা,
ধা, ধা পা মা গা রে
পড়ে পড়ে বোঝার আশা,
সা, মা পা ধা নি সা
সা জানি শুধুই দুরাশা।