Ek Poshla Brishti Song Sung by Rahul Dutta & Ankita Bhattacharyya. Ek Poshla Brishti Lyrics in Bengali Written and Tune by Rahul Dutta. Music Produced by Atishay Jain. This video song is directed by Syed Dipu. Audio Mix and Mastered by Suraj Nag. This song was released on Youtube Rahul Dutta 13 Aug 2023.
Song Details:
- Song: Ek Poshla Brishti
- Singer: Rahul Dutta & Ankita Bhattacharyya
- Lyrics: Rahul Dutta
- Music Produced by: Atishay Jain
- Music Label: Rahul Dutta
- Album: Rainy Day Bengali Song
Ek Poshla Brishti Lyrics in Bengali:
এক পশলা বৃষ্টি তে আজ
একা দাঁড়িয়েছে মেঘলা আকাশ,
এক পশলা বৃষ্টি তে আজ,
একা দাঁড়িয়েছে মেঘলা আকাশ
ভিজে যাচ্ছে শহরের যত জমা ব্যাথা
বয়ে যায় ঝোড়ো হাওয়া।
এ কেমন মায়ায় বাধলে আমায়
অঝর শ্রাবণে মন যে হারায়,
সারাদিন বেদুঈন এ বৃষ্টি ভেজা
বয়ে যাক আজ প্রেমের হাওয়া ।
সারাদিন বেদুঈন এ বৃষ্টি ভেজা
বয়ে যাক আজ প্রেমের হাওয়া,
এক পশলা বৃষ্টি তে আজ।
মেঘের ছায়ায় মন দোটানায়
হাওয়ায় হাওয়ায় কি বলে যায়,
চোখের পলক শুধু তোমায় খোঁজে,
চলো উড়ে যাই ওই সীমানায়।
এই কি শূন্যতায় বেঁধেছ আমায়
অঝর শ্রাবণে মন যে হারায়,
সারাদিন বেদুঈন এ বৃষ্টি ভেজা
বয়ে যাক আজ প্রেমের হাওয়া ।
সারাদিন বেদুঈন এ বৃষ্টি ভেজা
বয়ে যাক আজ প্রেমের হাওয়া
ও হো ও হো ও
আ আ উম উম উম
সারাদিন বেদুঈন এ বৃষ্টি ভেজা
বয়ে যাক আজ প্রেমের হাওয়া
সারাদিন বেদুঈন এ বৃষ্টি ভেজা
বয়ে যাক আজ প্রেমের হাওয়া।।