Ektai Tumi Lyrics – Mahtim Shakib

73
Ektai Tumi Lyrics

Ektai Tumi Lyrics Bengali Song Is Sung by Mahtim Shakib from Ektai Tumi Bengali Natok. Sarring Jovan And Tanjim Saiara Totini And Others. Music Composed by Nazir Mahamud And Ektai Tumi Lyrics In bengali Written by Lalon Lohani. Ektai Tumi Bengali Drama Directed by Muhammad Mifta Anaan And Producer is SK Shahed Ali Under The Banner of Central Music and Video.

  • Song : Ektai Tumi
  • Singer : Mahtim Shakib
  • Lyricist : Lalon Lohani
  • Music : Nazir Mahamud and Team
  • Drama : Ektai Tumi
  • Writer : Shuvro Ahsan
  • Director : Muhammad Mifta Anaan
  • Cinematography : Bikash Saha And Sumon Hossain
  • Editing : Agun Suvo
  • Produced by : CMV

Ektai Tumi Song Lyrics In Bengali :

তুমি একটা গল্প বলো
শান্ত হয়ে শুনি,
তুমি একটা আকাশ আঁকো
আমি তারা গুনি,
তুমি একটা পথ খোঁজ
চলি একসাথে,
তুমি একটা স্বপ্ন দেখো
আমি আছি তাতে।

আমার একটাই তুমি
আমার একটাই তুমি
ভালোবাসার এক পৃথিবী
তোমায় দেবো আমি।

একটা শুধু ভাবনাতে
বিভোর হয়ে রই,
আপন থেকে আরও আপন
কেমন করে হই।

আমার একটাই তুমি
আমার একটাই তুমি
ভালোবাসার এক পৃথিবী
তোমায় দেবো আমি।

একটু শুধু আড়াল হলে
খুঁজি আপন মনে,
জীবন বলো, মরণ বলো
চাইগো সর্বক্ষনে।

আমার একটাই তুমি
আমার একটাই তুমি
ভালোবাসার এক পৃথিবী
তোমায় দেব আমি।

Previous articleJonak Joley Lyrics – Habib Wahid | Nancy
Next articleAmi sunechi sedin tumi lyrics – Moushumi Bhowmik