Jonak Joley Lyrics Bengali Song Is Sung by Habib Wahid And Nancy. Starring Habib Wahid And Aisha Khan. Music Composed by Habib Wahid And Jonak Joley Lyrics In Bengali Written by Ali Baker Zico. This Video Song Directed by Taneem Rahman Angshu And Produced by Asif Iqbal.
- Song : Jonak Joley
- Vocal : Habib Wahid And Nancy
- Lyricist : Ali Baker Zico
- Music, Tune And Composition : Habib Wahid
- Director : Taneem Rahman Angshu
- DOP : Vasker Joni
- AD : Nahid Hasan Nayan
- Chief AD : Rohit Raihan Shykat
- Produced by : Asif Iqbal
- Production : Fox Unit Films
- Label : Gaanchill Music
Jonak Joley Song Lyrics In Bengali :
তোমারও কি কান্দন আসে
আমার মতন রইতে,
তোমারও কি বুক ভাইঙা যায়
মনের কথা কইতে ?
ও.. তোমারও কি কান্দন আসে
আমার মতন রইতে,
তোমারও কি বুক ভাইঙ্গা যায়
মনের কথা কইতে?
নিশি রাইতে জোনাক জ্বলে
আমার ঘরে আন্ধার,
তোমারও কি ভালোবাসা
পুইড়া হৈছে অঙ্গার?
চোখের জলে ভালোবাসার
হলো একটা নদী,
সেই নদীটা বুকের ভেতর
বইছে নিরবধি।
তোমার কাছে বলবো কি আর
মায়ার জালে বাঁধলে তুমি,
এখন শুধু সন্ধি করি
আমার সাথে আমি।
ভেঙে গেলে মন জোড়া নেয় না
ভালোবাসা কখনো তো ক্ষয় হয় না,
ধীরে ধীরে বাড়ে প্রেম, অন্তরেতে তুমি
যুগে যুগে অতল তলে, খুঁজি যে আমি।
তোমারও কি কান্দন আসে
আমার মতন রইতে,
তোমারও কি বুক ভাইঙা যায়
মনের কথা কইতে ?
নিশি রাইতে জোনাক জ্বলে
আমার ঘরে আঁধার,
তোমারও কি ভালোবাসা
পুইড়া হৈছে অঙ্গার?