Ektu Ghor Chara Lyrics| Minar Rahman

Ektu Ghor Chara Lyrics Soundtek presents new Bangla exclusive music video “Ektu Ghor Chara” sung by Hit Bangladeshi singer Minar Rahman. This song is penned by Sharif Al-Din, Tuned by Nazir Mahmud & Composed by Musfiq Litu. The Song brought to you by the great Bangladeshi music label Soundtek for our beloved Bengali music lovers on its official YouTube channel

Ektu Ghor Chara Lyrics by Minar Rahman:

  • Song: Ektu Ghor Chara | একটু ঘর ছাড়া
  • Singer: Minar Rahman
  • Lyric: Sharif Al-Din
  • Tune: Nazir Mahmud
  • Music: Musfiq Litu
  • Drama: Dream Girl
  • Direction: B U Shuvo
  • Editing: Rashed Rabby
  • Label: Soundtek

Ektu Ghor Chara Song Lyrics in Bangla:

একটু আগেই তুমি এলে
কেন যাবার তাড়া?
একটু আগেই তুমি এলে
কেন যাবার তাড়া?
আজ না হয় থাকি দু’জন,
একটু ঘর ছাড়া।

শালিক চড়া দুপুর বেলা
ভাসাবো আজ প্রেমের ভেলা,
মনের মাঝে ভালোবাসা,
করছে হুলস্থুল।
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল।
ও তুমি ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল।

কত কথা জমিয়ে রাখি
তোমায় বলবো বলে,
তোমায় ভেবে ঢিল ছুঁড়ি
শান্ত দীঘির জলে।
কত কথা জমিয়ে রাখি
তোমায় বলবো বলে,
তোমায় ভেবে ঢিল ছুঁড়ি
শান্ত দীঘির জলে।

শালিক চড়া দুপুর বেলা
ভাসাবো আজ প্রেমের ভেলা,
মনের মাঝে ভালোবাসা,
করছে হুলস্থুল।
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল।
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল।

জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে
তোমায় দেখি রোজ,
তোমার মাঝে বারেবার
হতে চাই নিখোঁজ।
জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে
তোমায় দেখি রোজ,
তোমার মাঝে বারেবার
হতে চাই নিখোঁজ।

শালিক চড়া দুপুর বেলা
ভাসাবো আজ প্রেমের ভেলা,
মনের মাঝে ভালোবাসা,
করছে হুলস্থুল।
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল।
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল।

একটু আগেই তুমি এলে
কেন যাবার তাড়া?
একটু আগেই তুমি এলে
কেন যাবার তাড়া?
আজ না হয় থাকি দু’জন,
একটু ঘর ছাড়া।

শালিক চড়া দুপুর বেলা
ভাসাবো আজ প্রেমের ভেলা,
মনের মাঝে ভালোবাসা,
করছে হুলস্থুল।
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল।
ও তুমি ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল।

Previous articleBhanga Dana Lyrics Uraan | Shreya Ghoshal
Next articleMon Janona Lyrics Asur | Jeet | Abir | Nusrat
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.