Esho Hey Boishakh Lyrics – Subho Nababarsha Song

143

Esho Hey Boishakh Subho Nababarsha Song Is Written by Rabindranath Tagore. Naba Barsha Or Pohela Boishakh Is Celebration of Bengali New Year. Subha Nababarsha Is Marks First Day of Baisakh. This Is a first Month of Bengali Calendar. It Is Celebrat All Bengali People and Bengali Communities. Eso He Boisakh Lyrics In Bengali.

  • Song : Esho Hey Boishakh
  • Lyricist : Rabindranath Tagore

Esho Hey Boishakh Song Lyrics In Bengali :

এসো হে বৈশাখ, এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা
দূর হয়ে যাক, যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো।

যাক পুরাতন স্মৃতি,
যাক ভুলে যাওয়া গীতি,
যাক পুরাতন স্মৃতি,
যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো।

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা,
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা,
রসেরো আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক, যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা
দূর হয়ে যাক, যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো..

Previous articleNeel Lyrics – Minar Rahman – Tahsan Bangla Song
Next articleMONER HODISH LYRICS – Subhamita Banerjee