Neel Song Is Sung by Minar Rahman from Aari Bengali Album. Music Composed by Tahsan. Keno Sesh Bikeler Se Poronto Rode Lyrics written by Minar.
- Song Name : Neel
- Album Name : Aari
- Singer : Minar Rahman
- Music : Tahsan Khan
- Lyric & Tune :Minar Rahman
- Music Label: Agniveena
Neel Song Lyrics
তুমি আঁকছ কেন
সেই রঙ্গিন ছবি,
কেন দেখছো দূরের ঐ আকাশ।
তুমি হাঁটছো কেন
একা একলা পথে,
তবু পথটার একাই বসবাস।
কেন শেষ বিকেলের
সে পড়ন্ত রোদে,
তুমি গাইছো নতুন কোন গান।
কেন জোছনা রাতে
রঙ্গিন ক্যানভাসে,
তবু কাঁদছে তোমার অভিমান।
স্বপ্ন দেখার সেই প্রিয় দিন,
আজও রঙ্গিন অমলিন আরও নীল,
দূরের আকাশ মেলছে ডানা শুভ্র গাঙ্গচিল।
ও ও..
বৃষ্টির ফোঁটায় আঁকাছি ছবি,
সেই ধূসর কবিতার আমি অন্ধ কবি,
ভোরের আলোয় কবিতারা সব ছন্দে মাতাল।
কেন শেষ বিকেলের
সে পড়ন্ত রোদে,
তুমি গাইছো নতুন কোন গান।
কেন জোছনা রাতে
রঙ্গিন ক্যানভাসে,
তবু কাঁদছে তোমার অভিমান।