Etodin Je Boshe Chilem Rabindra Sangeet Song is Sung by Sahana Bajpaie. Etodin Je Boshechhilem Dekha Pelem Falgune Lyrics In Bengali Written by Rabindranath Tagore. This Basanta Utsav Special Bengali Song Is Sung by Debabrata Biswas, Srikanto Acharya, Amit Kumar, Madhurima Sen, Manomay Bhattacharya, Mita Kundu Durnibar Saha And Many Various Artists In Their Own Way.
- Song : Eto Din Je Boshechhilem
- Written by : Rabindranath Tagore
- Parjaay : Prakriti-208
- Upa-parjaay : Basanta-21
- Raag : Bhairavi
- Taal : Dadra
- Singer : Sahana Bajpaie
- Music Arranged By : Shayan Chowdhury Arnob
Eto Din Je Boshe Chilem Song Lyrics In Bengali :
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে,
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।
বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়
এ কী গো বিস্ময়
অবাক আমি, তরুণ গলার গান শুনে
দেখা পেলেম ফাল্গুনে,
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।।
গন্ধে উদাস হাওয়ার মতো
উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী,
গন্ধে উদাস হাওয়ার মতো
উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী।
তরুণ হাসির আড়ালে কোন
আগুন ঢাকা রয়
এ কী গো বিস্ময়,
অস্ত্র তোমার গোপন রাখো কোন্ তূণে,
দেখা পেলেম ফাল্গুনে।
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে,
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।