Sokatore Oi Kadiche Sokole Rabindra Sangeet From Posto Bengali Movie. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Same Song Is Sung by Sahana Bajpaie, Rezwana Chowdhury Bannya, Pritha Chattopadhyay, Subhamoy Dey Sarkar And Many Various Artists In Their Own Way.
- Song : Sokatore Oi Kadiche Sokole
- Written by : Rabindranath Thakur
- Parjaay : Puja O Prarthana – 18
- Raag : Karnati Bhajan
- Taal : Ektaal
Sokatore Oi Kadiche Sokole Song Lyrics In Bengali :
সকাতরে ওই কাঁদিছে সকলে
শোনো শোনো পিতা,
কহো কানে কানে
শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা,
কহো কানে কানে
শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা,
কহো কানে কানে
শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে
সদাই ভাবনা,
যা কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা
যাকিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা,
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।
সুখ আশে দিশে দিশে বেড়ায় কাতরে
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে,
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।
ফুরায় বেলা, ফুরায় খেলা,
সন্ধ্যা হয়ে আসে,
কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে
কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে,
কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে।
কী হবে গতি, বিশ্বপতি,
শান্তি কোথা আছে,
তোমারে দাও, আশা পূরাও,
তুমি এসো কাছে,
তোমারে দাও, আশা পূরাও,
তুমি এসো কাছে,
তোমারে দাও, আশা পূরাও,
তুমি এসো কাছে।