Firey Jawar Pothe Song Is Sung by Pritam Das From Taalpatar Shepai. Phire Jawar Pothe Lyrics In Bengali Written by Kritee Roy. Song Mixing And Mastering by Suman Ghosh And Biswajyoti Chakraborty.
- Song : Firey Jawar Pothe
- Composition : Suman Ghosh
- Lyrics : Kritee Roy
- Vocals & programming : Pritam Das
- Arrangement & Music : Taalpatar Shepai
- E. Guitar – Suman Ghosh
- Bass : Pritam Das,Suman Ghosh
- Drums : Biswajyoti Chakraborty
- Artwork : Fahad Rahman
- Recordist : Abhranil
- Recorded at : Blooperhouse Studios
- Animation : Suman Ghosh
Firey Jawar Pothe Song Lyrics In Bengali :
ফিরে যাওয়ার পথে
শুধু অনুতাপের ধুলো,
তুমিও বহুদূরের ছায়াপথ।
জানিনা কোন নামে
লিখে পাঠাই চিঠিগুলো,
শব্দ তবু সেলাই অনর্থক।
আমি নতুন গল্পে রাজি
তুমি ফিরবে কি ঘর আজই?
এগিয়েছো কি ফেলেই পিছুটান?
আমি কুড়োবো জলছাপ
তুমি লিখবে কি সংলাপ?
নতুন করেই শিখবো প্রেমের গান।।
শিশিরেরা শুনবে যেই
শিউলির সাতকাহন,
তুমিও ফিরো তখন
জীবনের অকালবোধন !
আমি নতুন গল্পে রাজি
তুমি ফিরবে কি ঘর আজই?
ঝরা পাতার উপন্যাসের শেষে।
আমি কুড়োবো জলছাপ
তুমি লিখবে কি সংলাপ?
নতুন করেই শিখবো প্রেমের গান,
নতুন করেই শিখবো প্রেমের গান।।