Monta Obaddho Lyrics – Mahtim Shakib

Monta Obaddho Song Lyrics Is Sung by Mahtim Shakib from ChotoBelar Prem Bengali Natok. Starring: Prottoy Heron, Mahima And Anik. Music Composed by Shovon Roy And Song Lyrics In Bengali Written by Prosenjit Ojha.

  • Song : Monta Obaddho
  • Drama : ChotoBelar Prem
  • Singer : Mahtim Shakib
  • Lyrics : Prosenjit Ojha
  • Tune : Bahauddin Rimon
  • Compositions : Shovon Roy
  • Direction : Mabrur Rashid Bannah
  • Cinematographers : Ashik Aman, Juel
  • Edit And Color : Shamim Rahman
  • Production : PUnderground Creative Factory
  • Label : Protune

Monta Obaddho Song Lyrics In Bengali :

ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।
আমার এ মন তোমার মনের পাড়ায়
বোকাসোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়।
তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,
মনটা অবাধ্য, হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই, যাচ্ছে ক্রমশ।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।।
বায়ুবীয় প্রেম
আকাশ পাতাল সমতল,
বাস্তবতায় খাবী খায় শুধু
হারায় না তার মনোবল।
তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,
মনটা অবাধ্য, হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই, যাচ্ছে ক্রমশ।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।।
কেন যে তোমার সাথে
মনের এত টান,
কথা হয় নাই দেখেছি শুধু
তবুও কিসের অভিমান।
তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,
মনটা অবাধ্য, হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই, যাচ্ছে ক্রমশ।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারি না তাকে কোন ভাবে ফেরাতে।।
মনটা অবাধ্য লিরিক্স – মাহতিম শাকিবের গান :
Ghum chole jaay
TOmar chokhe berate
Parina taake kono vabe ferate
Amar e mon tomar moner paray
Bokasoka hoye arale aabdale daray
Tomake chowar nei toh amar saddho
Dekhte paowa sei toh boro bhaggo
Mon ta obaddho hocche proyash
Koster bojha berei jacche kromosho
Previous articleFirey Jawar Pothe Lyrics by Taalpatar Shepai
Next articleOviman Lyrics Tanveer Evan – Best Friend 3
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.