Hridoya Bangla new song 2021 the most popular band Taalpatar Shepai release today new song.
- Song- Hridoya
- Singer/Composer- Pritam Das
- Lyrics- Kritee Roy
- Piano/pads- Pritam Das
- Mixing /Mastering-Sumon Ghosh
Hridoya Lyrics
হৃদয়া
এখানে বন্দি জানালাতে
ঘনিয়ে আসে চোখে
অবিরত স্মৃতি…!
আকাশের ডাকঘরে দেখি
সীমান্তে জমেছে
মেঘের ডাকটিকিট…
তোমাকে অনুভবে
সাজিয়ে ভেবে ভেবে
কত শব্দলতা বাড়ে…
সময় ফুল হয়ে
অপেক্ষার জলে
ফুটবে ঠোঁটের কিনারে…
দেখা হোক আলোয়; কাটুক এ ছায়া
কতকাল দেখিনি তোমায় হৃদয়া…
চার দেওয়ালে থমকে আছে বাঁচা
ডানা খুঁজছে বাতাস ভেঙে খাঁচা…..
তুমিও প্রান্তবাসিনী আজ
বহুদূরে একা
প্রবাসী নীড়ে আজ…!
আমায় ভেবে ভেবে ঠিকই
তুমিও বুনে যাবে
স্মৃতির কোলাজ…!
ব্যথায় নুয়ে পড়া
পৃথিবী ক্লান্ত অসুখে
এখন চারিদিক…
তবুও আশা রাখি
আমরা মুখোমুখি
জড়িয়ে ধরবোই ঠিক….!
দেখা হোক আলোয়; কাটুক এ ছায়া
কতকাল দেখিনি তোমায় হৃদয়া…
চার দেওয়ালে থমকে আছে বাঁচা
ডানা খুঁজছে বাতাস ভেঙে খাঁচা…