Ful Naki Bhul Lyrics Bengali Song Is Sung by Mahtim Shakib from Hridoye Hridoy Bangla Natok. Starring Farhan Ahmed Jovan, Naznin Niha and Others. Music Composed by Jahid Nirob. Ful Naki Bhul Lyrics In Bengali Written by Mizanur Rahman Aryan.
- Song : Ful Naki Bhul
- Drama : Hridoye Hridoy
- Singer : Mahtim Shakib
- Lyrics : Mizanur Rahman Aryan
- Tune & Music : Jahid Nirob
- Mix & Master : Sumon Parvez
- Director : Mizanur Rahman Aryan
- Produced by : Central Music and Video
Ful Naki Bhul Song Lyrics In Bengali :
তোমায় আলো ভেবে
আমি নিভেছি অন্ধকারে,
তোমায় ফুল ভেবে
ভুল করে করেছি বারেবারে।
এই ভুল হয়ে থাক ভুল
তুমি হয়ে থাকো অন্য কারো ফুল,
অন্য কারো ফুল..
তোমায় পথ ভেবে
আমি হেঁটেছি বহুদূর,
তোমায় ঠিকানা ভেবে
হারিয়ে গেছি কতদূর।
এই ভুল হয়ে থাক ভুল
তুমি হয়ে থাকো অন্য কারো ফুল,
অন্য কারো ফুল..
তোমায় স্বপ্ন ভেবে
ভুলে গেছি বাস্তবতা,
তোমায় প্রেম ভেবে
লিখেছি ভুল কবিতা।
এই ভুল হয়ে থাক ভুল
তুমি হয়ে থাকো অন্য কারো ফুল,
অন্য কারো ফুল ..