Rongchota Shohor Song Is Sung by Tahsan Khan From Bolchi Shono Bangla Album. Starring: Afran Nisho and Mehjabin Chowdhury. Music Composed Joy Shahriar And Jedike Takai Khola Rasta Tumi Nai Lyrics In Bengali Written by Shomeshwar Oli.
- Song Name : Rongchota Shohor
- Album : Bolchhi Shono (2016)
- Singer : Tahsan Khan
- Music : Joy Shahriar
- Lyrics : Shomeshwar Oli
- Director : Jakaria Showkhin
- Production : Aajab Karkhana
- Label : Central Music and Video [CMV]
Rongchota Shohor Song Lyrics
যেদিকে তাকাই খোলা রাস্তা
তুমি নাই,
কোন পথে চলে গেছো আজ
মনে নাই।
আজ সব পথ ঘুরিফিরি
মানে নাই,
যেদিকে তাকাই খোলা রাস্তা,
তুমি নাই।
একটা রংচটা শহর
জেগে উঠেছে আজই,
আমি এক পরাজিত
তোমার নামেই বাজী।
কিছু পাতা মেঘের মত তোমার পরে,
কিছু পাখি তোমার মত শহর ছাড়ে।
আজ সব পথ ঘুরিফিরি
মানে নাই,
যেদিকে তাকাই খোলা রাস্তা,
তুমি নাই।
একটা রঙচটা শহর
জেগে উঠেছে আজই,
আমি এক পরাজিত
তোমার নামেই বাজী।
যেদিকে তাকাই খোলা রাস্তা
তুমি নাই,
কোন পথে চলে গেছো আজ
মনে নাই।