Madhumashey Phool Photey Lyrics Song Is Sung by Madhubanti Bagchi from Maayakumari Bengali Movie. Starring: Abir Chatterjee, Rituparna Sengupta, Arunima Ghosh, Indrashish Roy, Rajatava Dutta, Sauraseni Maitra And Others. Music Composed by Bickram Ghosh And Madhumashe Ful Phote Lyrics In Bengali Written by Subhendu Dasmunshi.
Madhumashey Phool Photey Lyrics from Maayakumari :
- Song: Madhumashey Phool Photey
- Film: Maayakumari
- Singer: Madhubanti Bagchi
- Composition and Music Direction: Bickram Ghosh
- Lyrics : Subhendu Dasmunshi
- Director: Arindam Sil
- Producer: Rupa Datta
- Associate Producer : Niloy Datta and Namrata Datta
- Co-Production: Krishnaaa Motion Pictures Pvt. Ltd.
- Label: Camellia Production Pvt Ltd
Madhumashey Phool Photey Song Lyrics In Bengali :
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে,
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে,
যৌবন গন্ধে ম-ম এই মধুমাসে
চঞ্চল হলো তনু তোমারও সুবাসে
মধুমাসে অলি গুলো এসে দেখি জোটে
লাজবতী লাজ দিলো সুবাসিত ঠোঁটে।
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে।।
কি খেলাতে মেতেছিলো এ শরীর মন
কি খেলাতে মেতেছিলো এ শরীর মন
কত শোভা সেজেছিল ওই গৃহকোণ..
কত শোভা সেজেছিল ওই গৃহকোণ।
তুমি প্রিয় সাজালে যখন ওগো..
তুমি প্রিয় সাজালে যখন
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে।।
তনুমন ভরে যেন বেজে ওঠে সুর
তনুমন ভরে যেন বেজে ওঠে সুর
মিলন কেন প্রিয় বিরহ বিধূর
মিলন কেন প্রিয় বিরহ বিধূর,
তুমি প্রিয় যেন বহুদূর
তুমি প্রিয় যেন বহুদূর।
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে,
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে।।