Grihobondi Lyrics by Arman Alif Bangla Song: Presenting bangla sad song “Grihobondi” featuring Sagar & Parineta Aalo Directed by Soumitra Ghose Emon. Music composed by Musfiq Litu And Grihobandi Bangla Song Lyrics written by Delowar Arjuda Sharaf.
- Singer: Arman Alif
- Music: Musfiq Litu
- Lyrics: Delowar Arjuda Sharaf
- Tune: Avi Akash
- Director: Soumitra Ghose Emon
- DOP: Sani Khan
- Ad: Saurav Niloy
- Editor: Anoy Shohag
- Colourist: Imran Khan
- Post: Rain Drops
- Label: Soundtek
Grihobondi Lyrics
তোরে আমি ভালোবেসে
এখন গৃহবন্দী
একলা ঘরে আহাজারি
কষ্ট প্রতিদ্বন্দ্বী (x2)
চোখের ভিতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই
মনের ভিতর তোর জন্যে
মনটা আমার পুড়াই…
তোর হতে তোরে পেতে
আমরণ অনশন
জানলোনা কেউ আমার ভিতর
আমারই নির্বাসন (x2)
চোখের ভিতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই
মনের ভিতর তোর জন্যে
মনটা আমার পুড়াই…
তোর হয়ে যাবো সয়ে
নিদারুণ প্রহসন
বুঝলোনা কেউ আমার এ মন
এ বুকে কী দহন (x2)
চোখের ভিতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই
মনের ভিতর তোর জন্যে
মনটা আমার পুড়াই…