BEIMAN – LYRICS – ARMAN ALIF – Bangla Song

Starring:Ovi Pramanik, Adiba Eva & Visualizer Team Members This bengali sad song is sung by And bangla song lyrics written by Arman Alif And Music composed by Sahriar Rafat.

  • Vocal, Tune & Lyrics: Arman Alif
  • Music: Sahriar Rafat
  • Arrangement: Mehedi Hasan Limon
  • Artist:  Arman Alif, Ovi Pramanik, Adiba Eva
  • Story & Direction : Visualizer Team
  • Produced by: CMV


Beiman Lyrics

তোর ডায়রীর পাতা জুড়ে

কার  নামে কবিতা

ডায়রীর ভাঁজে  যে দেখি

কার ছবিটা

দিনের শেষে তুই  দেখি

খুব হাসিতেই মাতিস

যে তোর  হাসির কারন

তাঁর খবর কি রাখিস ? (x2)

যেই খাঁচাতে থাইকা শিখলি

প্রেমের মানে টা

সেই খাঁচাটা ছাইড়া যাইতেও

কষ্ট পাইলি না ?

যেই ছেলেটার হাসির মাঝে

কষ্ট লুকাইতিস

সেই ছেলেটাই একলা কাঁদে

ফিরাও দেখলি না।

উইড়া গেলিভুইলা গেলি

ফিরা আইলি না

তোর মুখটা মায়ায় ভরা

ভুলতে পারি না।

ভুলতে পারি না রে বেইমান

ভুলতে পারি না

তোর মুখটা মায়া জানে

ভুলতে পারি না

কার শহরের মায়ায় পড়ে

ভুললি আমারে ?

সে কি তোরে আমার চেয়েও

বেশি হাসায় রে ?

কার মুখটা আমার চেয়েও

বেশি  মায়ায় বাঁধে ?

তুই কাঁদলে সে মুখটাও কি

তোর সাথেই কাঁদে ?

যেই আকাশে আমার সাথে

তাঁরা তুই গুনতি

সেই আকাশে মেঘ জমাইতেও

একবার না ভাবলি।

যেই শহরে থাইকা করলি

প্রেমের সাধনা

সেই শহরে ধুলো জমে

ফিরাও দেখলি না।

উইড়া গেলিভুইলা গেলি

ফিরা আইলি না।

তোর মুখটা মায়ায় ভরা

ভুলতে পারি না।

ভুলতে পারি না রে বেইমান

ভুলতে পারি না।

তোর মুখটা মায়া জানে

ভুলতে পারি না।

আমি না হয় স্পষ্ট ভাবে

নষ্ট হয়েছি

তুই তো খুব ভাল মেয়ে

দিলি কেন ফাঁকি ?

কই হারালি কার

অভিনয়ের ছলে ?

তিন সত্যির পরেও আমি

মিথ্যা ছিলাম রে।

ডায়রীর পাতায় জমছে ধুলো

জমতে থাকুক না

আমার দেওয়া গোলাপটা তুই

নষ্ট করিস না।

অতীত হলামনতুন এলো

তোর বারান্দায়।

তোর মতো তো নই রে আমি

কষ্ট জমে তাই।

উইড়া গেলিভুইলা গেলি

ফিরা আইলি না।

তোর মুখটা মায়ায় ভরা

ভুলতে পারি না।

ভুলতে পারি না রে বেঈমান

ভুলতে পারি না।

তোর মুখটা মায়া জানে

ভুলতে পারি না।

Previous articleNESHA – LYRICS – ARMAN ALIF – Bangla Song
Next articleGRIHOBONDI LYRICS – ARMAN ALIF – Bangla Song
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.