Har Keno Mene Nebo Lyrics In Bangla. Song is sung by Imran Mahmudul And Ruksana Nila. Bengali Song Lyrics written by Zulfiqer russell.
- Song name : Har keno mene nebo
- Singer : Imran mahmudul & Ruksana Nila
- Lyrics : Zulfiqer russell
- Tune, Music & Programming : Imran Mahmudul
- Video direction: Saikot Reza
Har Keno Mene Nebo
হাল কেন ছেড়ে দেবো ?
ঠিক দেখো খুঁজে নেবো। (x2)
যে টুকু চাই মন থেকে চাই ,
হার কেন মেনে নেবো ? (x2)
যে ফিরে যাবে কি আর পাবে
ফেরার নেই তো সাথ
যদি পথে থাকি দেখা হবে নাকি
চোখের এতনেই বাথ
দিনে রোদ হবো, রাতে চাঁদ হবো
হার কেন মানবো ?
হাল কেন ছেড়ে দেবো ?
ঠিক দেখো খুঁজে নেবো। (x2)
খুব কম আলো সেও লাগে ভালো
এর নাম অনুভব
খুলি জানালা কে, আশা জেগে থাকে
ঠিক হয়ে যাবে সব
জানি ভোর হবে, যদি জল ছোঁবে
হার কেন মানবো ?
হাল কেন ছেড়ে দেবো ?
ঠিক দেখো খুঁজে নেবো। (x2)
যে টুকু চাই মন থেকে চাই ,
হার কেন মেনে নেবো ? (x2)