Tarader Shesh Tarpon Song Is Sung by Rupankar Bagchi And Shreya Ghoshal. This Is A Engaging Documentary Series, Remembering Legends From The Worlds of Entertainment And Sports Streaming On Hoichoi. Featuring: Kaustav Bannerjee. Music Composed by Indraadip Dasgupta And Tarader Shesh Tarpan Title Track Lyrics In Bengali Written by Srijato.
- Song : Tarader Shesh Tarpon Title Track
- Singers : Shreya Ghoshal & Rupankar Bagchi
- Lyrics : Srijato
- Composed & Designed by : Indraadip Dasgupta
- Recording, mixing & master by : Amit chatterjee
- Anchor & Conceptualiser: Gautam Bhattacharya
- Director : Aritra Mukherjee
- DOP : Aaloke Maiti
- Creative Producer : Nandita Roy & Shiboprosad Mukherjee
- Edit : Sanglap Bhowmik
- Label : SVF Music
Tarader Shesh Tarpon Title Song Lyrics In Bengali :
আগে ছিলে দুচোখের তারা
জানি আজ পেয়েছো আকাশ,
আর স্মৃতিরা হারিয়ে যায় পাছে
লিখে রাখি সেই ইতিহাস।
দূরে তবু কাছে
হাত ভরে দিলাম এখন
তারাদের শেষ তর্পণ ..
দেখেছি পৃথিবী থেকে আজ
জ্বলে আছো দূরে এককোনে,
আকাশের গায়ে কারুকাজ
মানুষ তারার নাম কোণে।
সকলেই হতে চায় এ তারা
কেউ কেউ তারা হতে পারে,
বাকিদের দিন হয় সারা
প্রণামীর এই অধিকারে।
কতটুকু পারি আর
এইভাবে করেছি স্মরণ,
তারাদের শেষ তর্পণ
তারাদের শেষ তর্পণ ..