Harale Kothay Lyrics Song Is Sung by Habib Wahid Bangla Song. Starring: Habib Wahid And Mashiyat Mash. Music Composed by Habib Wahid And Harale Kothay Dur Ojanay Lyrics In Bengali Written by Goonjohn Rahman.
Harale Kothay Lyrics by Habib Wahid :
Song : Harale Kothay
Vocal, Tune & Music : Habib Wahid
Lyrics : Goonjohn Rahman
Flute : Jalal Ahmed
Direction : Rayhan Sharif & Aditya Paul
Cinematography : Rayhan Sharif & Aditya Paul
Post Production : Faisal Mahmud
Video Production : HW Productions
Producer : Habib Wahid
Harale Kothay Song Lyrics In Bengali :
তুমি ছাড়া এই দিন
এই শহর যেন,
বড় ফাঁকা লাগে, তুমি কোথায়?
তুমি ছাড়া এই মন
এই জীবন আমার,
বড় একা লাগে, তুমি কোথায়?
শূণ্য, বিষন্ন তোমারই জন্য
সবই এলোমেলো, তুমি নাই ..
হারালে কোথায়, দূর অজানায়
খুঁজে যায় এ হৃদয় শুধু তোমায়,
আড়ালে থেকে দেখা দাও আমায়
তুমি হীন এই দিন কাটেনা আর।
তুমি ছাড়া এই দিন
এই শহর যেন,
বড় ফাঁকা লাগে, তুমি কোথায়?
কী যে করি হায়, সময় অসময়
সকল কাজে, মনের মাঝে
কী জানি কী যে খুঁজে ফিরি অযথাই।
ভুলে যাওয়া গান, গোপন অভিমান
দুঃখের কথা, চাপা ব্যথা
এসবই কেন যানি মনে পড়ে যায়।
আমার পৃথিবীর যা কিছু সবই
শূণ্যতায় হারায়,
তোমায় পাবোনা, এ দূর ভাবনা
ঘিরে ফেলে হতাশায়।
শূণ্য, বিষন্ন তোমারই জন্য
সবই এলোমেলো, তুমি নাই..
হারালে কোথায়, দূর অজানায়
খুঁজে যায় এ হৃদয় শুধু তোমায়,
আড়ালে থেকে দেখা দাও আমায়
তুমি হীন এই দিন কাটেনা আর।
তুমি ছাড়া এই দিন
এই শহর যেন,
বড় ফাঁকা লাগে তুমি কোথায়?