Rupkothar Golpo Lyrics -Mahtim Shakib -Esho Hat Barao

158
Rupkothar Golpo Lyrics

Rupkothar Golpo song is sung by Mahtim Shakib. This song is from the Bangla natok Esho Hat Barao. Rupkothar Golpo Lyrics is written by Ahmed Risvy and tuned by Nazir Mahmud. This song was released on Youtube by Sultan Entertainment on 1 May 2023.

Song Details:

  • Song: Rupkothar Golpo
  • Singer: Mahtim Shakib
  • Lyrics: Ahmed Risvy
  • Tune: Najir Mahamud
  • Music Label: Sultan Entertainment

Rupkothar Golpo Lyrics in Bengali:

আমি যতই তাকে দেখছি,
যেন মায়ায় আটকে যাচ্ছি,
কেন হচ্ছে আমার এমন?

আমি যতই কাছে থাকছি,
যেন নিজেকে হারাচ্ছি।
মন উড়ছে হাওয়ায় সারাক্ষণ,
এ কেমন অনুভব অনুভূতি আমার?
তাকে খুঁজে দু চোখ অকারণ,
মন হারালো জানি না কখন।
তাকে খুঁজে দু চোখ অকারণ,
মন হারালো জানি না কখন।

একা দিন আশা হীন
খুজে পেলো আজ আলো।
রুপকথার গল্প টা,
যেন সত্যি আজ হল। (২)

তাকে খুঁজে দু চোখ অকারণ,
মন হারালো জানি না কখন।
তাকে খুঁজে দু চোখ অকারণ,
মন হারালো জানি না কখন।

চেনা মুখ চেনা সুখ,
কাছে এসে হাত বাড়াল।
আঁধারের কালো মেঘ,
ভোর হয়ে আমাকে ছুঁলো।

ও ও
চেনা মুখ চেনা সুখ,
কাছে এসে হাত বাড়াল।
আঁধারের কালো মেঘ,
ভোর হয়ে আমাকে ছুঁলো।

তাকে খুঁজে দু চোখ অকারণ,
মন হারালো জানি না কখন।
তাকে খুঁজে দু চোখ অকারণ,
মন হারালো জানি না কখন।

আমি যতই কাছে থাকছি,
যেন নিজেকে হারাচ্ছি।
মন উড়ছে হাওয়ায় সারাক্ষণ,
এ কেমন অনুভব অনুভূতি আমার?
তাকে খুঁজে দু চোখ অকারণ,
মন হারালো জানি না কখন।
তাকে খুঁজে দু চোখ অকারণ,
মন হারালো জানি না কখন।

Previous articleHariye Lyrics- Jisan Khan Shuvo Song
Next articleKi Kore Bolbo Tomay Lyrics -Papon -Palak Muchhal