Hazar Tarar Aloy Bhora Song Is Sung by Lata Mangeshkar from Mother Bengali Movie. Starring: Dipankar Dey, Amol Parlekar, Sharmila Tagore, Chhayadevi And Others. Music Composed by Bireswar Sarkar And Hajar Tarar Aloy Bhora Lyrics In Bengali Written by Pulak Bandyopadhyay.
- Song Name : Hazar Tarar Aloy Bhora
- Movie : Mother (1979)
- Singer : Lata Mangeshkar
- Music : Bireswar Sarkar
- Lyrics : Pulak Bandyopadhyay
- Director : Narayan Chakrabarty
- Label : INRECO Bangla Film Songs
Hazar Tarar Aloy Bhora Song Lyrics In Bengali :
হাজার তারার আলোয় ভরা
চোখের তারা তুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
এমন নয়ন মণি ফেলে
কেমন করে যে যাই,
যে দিকে চাই সে দিকে আজ
আঁধার দেখি তাই।
এখন আমার এ পথ ছাড়া
আর তো নেই কিছুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
কোথায় ছিলি কোথায় এলি
চাঁদের কণা তুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
দূরে গেলে রয়ে যাবো
কাছে কাছে তোর,
আসব ফিরে নতুন হয়ে
রাত্রি হলে ভোর।
যাবার বেলায় কিছুই না পাই
প্রাণভরে শুধু ছুঁই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
হাজার তারার আলোয় ভরা
চোখের তারা তুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।