- Singer : Kumar Sanu
- Originaly Sung by : Pannalal Bhattacharya
- Song Name: Tui Naki Ma Dayamoyi
Tui Naki Ma Dayamoyee Lyrics In Bangla :
তুই নাকি মা দয়াময়ী,
শুনেছি ওই লোকের মুখে (x2)
দানে নাকি সারা বিশ্ব,
ভরে আছে দিকে দিকে
দানে নাকি সারা বিশ্ব,
ভরে আছে দিকে দিকে
তুই নাকি মা দয়াময়ী।
রূপে, রসে, গন্ধে–গানে,
সকল ভাবে সকল খানে (x2)
তুই নাকি মা আসিস নিজে,
তুই নাকি মা আসিস নিজে,
ডাকিস মোরে স্নেহের ডাকে।
তুই নাকি মা দয়াময়ী,
শুনেছি ওই লোকের মুখে
তুই নাকি মা দয়াময়ী।
এতই যদি দয়াময়ী,
এতই যদি স্নেহময়ী (x2)
রাখলি কেন কাঙাল করে,
অধম করে এ বালকে
দুঃখ যদি তোর ছিল জানা,
সুখ দিতে কে করলো মানা
দুঃখ যদি তোর ছিল জানা,
সুখ দিতে কে করলো মানা
শক্তি বুঝি ফতুর হলো,
ভক্তি দিতে অধমটাকে।
তুই নাকি মা দয়াময়ী,
শুনেছি ওই লোকের মুখে
তুই নাকি মা দয়াময়ী।