Tomar Icche Gulo Lyrics Bengali Song by Kona And Akassh Sen Song Icche Gulo Singer: Akassh Sen & Kona Music Musfiq Litu
Icche Gulo Song Details :
- Song: Icche Gulo
- Singer : Kona and Akassh Sen
- Lyric: Sharif Al-Din
- Tune: Nazir Mahamud
- Music: Musfiq Litu
- Album: Icche Gulo
Icche Gulo Lyrics In Bengali :
তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো
আমার ভালো লাগা, ভালোবাসা
তোমায় দেবো আরো (x2)
তুমি হাতটা শুধু ধরো,
আমি হবো না আর কারো (x2)
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড়
তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো
আমার ভালো লাগা, ভালোবাসা
তোমায় দেবো আরো
তোমার আবেগ মাখা খামখেয়ালী
হাঁটছে আমার পিছু,
আমার আসা যাওয়ার পথের বাঁকে
পাইনি অন্য কিছু (x2)
তুমি হাতটা শুধু ধরো,
আমি হবো না আর কারো (x2)
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড়
তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো
আমার ভালো লাগা, ভালোবাসা
তোমায় দেবো আরো
আমার হৃদয় যেন বানভাসি হয়
তোমার স্রোতের টাণে
আমি তোমার কাছে যাবোই যাবো
একলা থাকার দিনে (x2)
তুমি হাতটা শুধু ধরো,
আমি হবো না আর কারো (x2)
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড়
তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো
আমার ভালো লাগা, ভালোবাসা
তোমায় দেবো আরো