Ilsheguri Song Is Sung by Meher Afroz Shaon. Music tune by Nachiketa Chakraborty And Composed by Tunai Debasish Ganguly. Ilsheguri Kar Du Chokhe Oro Bengali Song Lyrics written by Zulfiqer Russell. Video Song Directed by Mir Shariful Karim Srabon.
- Song : Ilsheguri
- Singer : Meher Afroz Shaon
- Tune : Nachiketa Chakraborty
- Music : Tunai Debasish Ganguly
- Lyrics : Zulfiqer Russell
- Sound Engineer : Bob
- Programming : Shabuj Ashish
- Mix & Master : M Bhabesh & Studio Impression
- DOP : Khair Khandakar
- Label : Dhruba Music Station
Ilsheguri Song Lyrics In Bengali :
ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি কার দুচোখে ওড়ো?
গভীর ঘুমে যখন থাকি তখন কেন ঝরো?
যখন আমি চোখ বাড়িয়ে তাকাই খোলা মাঠে,
বৃষ্টি নিজেই মাথার উপর ছাতা নিয়ে হাঁটে।
ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি কার দুচোখে ওড়ো..
মেঘে মেঘে স্বপ্ন দেখে কাক ভেজা এই মনে
ইলশেগুঁড়ি নামেনা তো আমার প্রয়োজনে।
আশা নিয়ে অপেক্ষাতে সারাটা দিন কাটে
বৃষ্টি নিজেই মাথার উপর ছাতা নিয়ে হাঁটে।
ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি কার দুচোখে ওড়ো..
ইলশেগুঁড়ি তোমারো কি আমার এ মন জানা
বৃষ্টি আমার ভীষণ প্রিয় কেন ছোঁয়া মানা।
হাত বাড়িয়ে মন বাড়িয়ে এক-একটা দিন কাটে
বৃষ্টি নিজেই মাথার উপর ছাতা নিয়ে হাঁটে।
ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি কার দুচোখে ওড়ো?
গভীর ঘুমে যখন থাকি তখন কেন ঝরো?
যখন আমি চোখ বাড়িয়ে তাকাই খোলা মাঠে,
বৃষ্টি নিজেই মাথার উপর ছাতা নিয়ে হাঁটে।
ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি কার দুচোখে ওড়ো..