Issh Lyrics by Imran Mahmudul Starring Koushani Mukherjee Bangla new song 2018 Video Song Directed by Sushavan Das Issh Ki Sundor Je Tui Song Lyrics written by Snahashish Ghosh Conceptualized : Abhishek Saha & Souvikk Das Gupta.
- Singer, Tune & Music: Imran Mahmudul
- Lyric: Snahashish Ghosh
- Cast: Imran And Koushani Mukherjee
- Direction: Sushavan Das
- D.O.P : Raktim Mondal
- Choreographed: Rong Sandy
- Production: Tvwala MEDIA
- Label : Dhruba Music Station
Issh Lyrics
ইশ কি সুন্দর যে তুই
যার তুলনা হয়না কিছুই (x2)
টোল–পড়া ওই হাসি
আমি খুব ভালোবাসি..
ডুবেছি তোর প্রেমের নেশায়
কাটবে না এ ঘোর সহসায় (x2)
শত–কোটি মানুষের ভিড়ে
আমার যে তুই আপন শুধুই
উড়বে আমার এ মনের শহর
অচেনা শোকে না পেলে তোকে
দিবি কি আমায় একটু ঠাঁই
তোর মনের ওই সীমানায়…
কে আর আছে যে বল
যাকে ভেবে অঘোর চলাচল
ইশ কি সুন্দর যে তুই
আঁধারের মাঝেও যে তুই
জোছনা নামাস, আমায় ভাষাস
জ্বলছে আমার ইচ্ছে গুলো রোজ
তোকে পাওয়ার, একটু ছোঁয়ার
থাকতে যে চাই সারাটি সময়
তোর মনের ওই পাহারায়..
পূর্ণিমা তোর কাছে
দেখ হেরে যে বসে আছে
ইশ কি সুন্দর যে তুই
যার তুলনা হয়না কিছুই
টোল–পড়া ওই হাসি
আমি খুব ভালোবাসি..
ডুবেছি তোর প্রেমের নেশায়
কাটবে না এ ঘোর সহসায় (x2)
ইশ কি সুন্দর যে তুই
যার তুলনা হয়না কিছুই (x2)