Jago Maa Jago Durga Song Is Sung by Arijit Singh. Music composed by Jeet Gannguli. This Durga Puja Special Bengali Song Lyrics Written by Chandrani
- Song : Jago Maa Jago Durga
- Singer : Arijit Singh
- Music : Jeet Gannguli
- Lyrics : Chandrani
Jago Maa Jago Durga Song Lyrics In Bengali :
জাগো মা, জাগো মা…
জাগো দূর্গা, জাগো মা
বিশ্ব জুড়ে হিংসা ও দ্বেষ
যুদ্ধ হানা-হানি,
কেমন করে গাইবো মা গো
তোমার আগমনী।
ধর্মের নামে আজ দেশে দেশে উঠেছে
হিংসার বিষে গড়া প্রাচীর বিভেদে,
জাতের পাতের এই বিরোধে মা কতবার
স্বজন হারানো কত অসহায় পরিবার,
আর্তি তাদের শোনো মা,
আর্তি তাদের শোনো মা,
জাগো মা, জাগো মা…
জাগো দূর্গা, জাগো মা।
উগ্রবাদের মত্ত দানব দিয়েছে আজ হানা
শক্তিধরের যুদ্ধ বিমান ছাড়িয়েছে সীমানা,
পরমাণু অস্ত্রে ধরা ধংস বুঝি হবে
জগন্ময়ী মা গো তুমি শান্ত কেন তবে?
এবার তবে মা গো, দশপ্রহরণ হাতে
স্ব-মূর্তিতে জাগো,
স্ব-মূর্তিতে জাগো মা গো,
স্ব-মূর্তিতে জাগো।
বিশ্ব জুড়ে রণধ্বনি
যাক মা গো আজ থেমে,
নিধন করো হিংসা কে মা
শান্তি আসুক নেমে।
করজোড়ে জানাই মা গো
প্রার্থনা এই ক্ষনে
বিবাদ বিভেদ না সয়ে মা
শান্তি আসুক ভুবনে।
জাগো মা, জাগো মা…
জাগো দূর্গা, জাগো মা