Jani Bondhu Jani lyrics Bengali song. Singer : Anupam Roy & Prashmita Paul Music & Lyrics: Anupam Roy Arrangement & programming : Shamik .
Jani Bondhu Jani Song Details :
- Song Name : Jani Bondhu Jani
- Film: Bhaggyolokkhi
- Singers: Anupam Roy and Prashmita Paul
- Composer and Lyricist: Anupam Roy
Jani Bondhu Jani Lyrics In Bengali :
ভুলে যাওয়া পথ, হেঁটে নিতে ফের
দিলে তুমি হাতছানি।
তোমার মুঠোয় আমার চাবি
জানি বন্ধু জানি।
প্রথম আলাপে, ওই যে আকাশে
লেগে থাকে রেখা খানি।
সেই আলোতেই তোমায় দেখা
জানি-বন্ধু জানি।
জানি বন্ধু আমি জানি
জানি-বন্ধু আমি জানি।
গোটা পৃথিবীর নানা নিয়মের
বাঁকে বাঁকে হয়রানি।
তুমি হাসিমুখে অভিযোগ আনো
প্যাঁচে ফেলো মানহানি।
বাড়ি ভাঙা হয় পড়ে থাকে ইট
স্মৃতির সৌধখানি।
উঁকি মারে ওই গাছের চারা
জানি-বন্ধু জানি।
জানি বন্ধু আমি জানি
জানি বন্ধু আমি জানি।
আরামের খোঁজ নাগরিক করে
কোথায় যে রাজধানী,
ঘুরেফিরে সেই বাংলা গানেই
জানি-বন্ধু জানি।
মাথার ভেতরে সিপিয়া আদরে
খেলা করে শয়তানি।
ডাইরির কোণে এঁকে রাখা প্রেম
জানি বন্ধু জানি।
কোথা থেকে এতো সমস্যা বলো
হতে থাকে আমদানি।
যদি বা একটা মেটে আর একটা
ছুঁড়ে মারে ফুলদানি।
তখনই জীবনে তুমি দেখা দাও
ভালোবাসা সন্ধানী।
আমার কপালে চুমু খেয়ে বলো
জানি-বন্ধু জানি।
জানি বন্ধু আমি জানি
জানি বন্ধু আমি জানি ..