Toke Eto Bhalobashe Keno Mon Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Belal Khan & Shanchita. Music Arrangement and Composition by Washed Shahin and Belal Khan. This Song Lyrics was Created By Md Nazrul Islam.
Song Details:
- Song : Toke Eto Bhalobashe Keno Mon
- Singer : Belal Khan & Shanchita
- Lyric : Md Nazrul Islam
- Composition : Belal Khan
- Music Arrangement : Washed Shahin
- Edit and color : Shamim Rahman
- Label : Belal Khan
Toke Eto Bhalobashe Keno Mon Lyrics In Bengali:
তোকে এত ভালোবাসি কেন
জানে নারে মন
তুই ছাড়া এই বুকেরই ভিতরে
নেই তো কেউ আপন
তোর ছুয়াতে আমি খোগায়
আনমোনাতে ভাসি ডুবি
তোর চোখে হয় চুপিচুপি
প্রেমের আলাপন
তোকে এত ভালোবাসে কেন মন
তুই ছাড়া কেউ নেই রে আপন
তোকে এত ভালোবাসি কেন
জানে নারে মন
তুই ছাড়া এই বুকেরই ভিতরে
নেই তো কেউ আপন
আমি নানান রকম অজুহাতে
তোর কাছে চলে যায়
আমার মনের ইচ্ছে গুলো
তোর মনে নিলো ঠাই
আমি নানান রকম অজুহাতে
তোর কাছে চলে যায়
আমার মনের ইচ্ছে গুলো
তোর মনে নিলো ঠাই
শোনরে আমার মনের চাওয়া
এক জীবনে তোকে পাওয়া
তোকে নিয়ে মনের ভিতর
করি দিন যাপন
তোকে এত ভালোবাসে কেন মন
তুই ছাড়া কেউ নেই রে আপন
আমার এ হৃদয়ের ওলিগলি
আছে তোরই দখলে
তুই আমার হবি জানে
রাত পরীরা সকলে
আমার এ হৃদয়ের ওলিগলি
আছে তোরই দখলে
তুই আমার হবি জানে
রাত পরীরা সকলে
মন বড্ড হেটে চলি
চোখের ভাষা তোকে বলি
একজনই তুই যে আমার
মনের আপন জন
তোকে এত ভালোবাসে কেন মন
তুই ছাড়া কেউ নেই তো আপন
তোকে এত ভালোবাসি কেন
জানে নারে মন
তুই ছাড়া এই বুকেরই ভিতরে
নেই তো কেউ আপন